নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

মিউচুয়াল সেক্স!

০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৩

আমরা 'অবৈধভাবে' দখল করে আছিলাম 'তালপট্টি'। রায়ে তাই প্রমাণ অইলো! আম্লীগের এ সমুদ্র বিজয়ে কিছু 'বিবেকবন্দী' বুদ্ধিজীবীর অনেক সাফল্যের বয়ান শুনবার জন্য তৈয়ার অইতাছি্। ঈদের আগে বিশাল একটা সমাবেশ-সংবর্ধণাও দেখনের ইচ্ছা। রাস্তায় তোরণ অইবো, পোস্টার বাইর অইবো, সংসদে কবিতা গান অইবো, প্রশংসা বাবদ প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা বরাদ্দ অইবো- আর সেইটা দেইখা আমরা নিজেগো করুণা করমু। একটা ঐতিহাসিক রাজনৈতিক দল কীভাবে নতুন প্রজন্মের জন্য নিজের সম্পদ ছেড়ে দেয়ার মত এক ঐতিহাসিক নজির আনল- আহা বাংলাদেশ। আহা রাজনীতি। তারপরেও পররাষ্ট্রমন্ত্রী কইছে দুই দেশই জিতেছে। মানে মিউচুয়াল সেক্স! ভদ্র সমাজে যেটাকে উইন উইন সিচুয়েশন হিসাবে জায়েজ করা হয়।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১১

কলাবাগান১ বলেছেন: এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে দেশের একটা অংশ উঠে-পড়ে লেগেছে।

৪০ বছর ধরে কেউ কোন রা করল না..। এখন ১৯০০০ বর্গকিমি পাওয়ার পরে বলে কি দরকার ছিল??? ণা পেলেই ভালো ছিল......।

দেশের ভালো হোক এই সরকারের আমলে তা এই চ ক্র কোন ভাবেই মেনে নিতে পারে না

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

মোরতাজা বলেছেন: হতে পারে কেউ চায়নি। কিন্তু আপনি নিশ্চয় শুনে তাকবেন- তালপট্টি নিযে আমাদের সাথে ইনডিয়ার ব্যাপক বিতণ্ড অনেক আগে থেকেই ছিল্ ভারত এর দাবি করে আসছিল, বছরের পর বছর ধরে।

ভূখণ্ড হারানো যদি বিজয় হয়, তাহলে আর বলার কিছু থাকে না।

২| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৫

সেতু আশরাফুল হক বলেছেন: আপনার মতে কি মিউচুয়াল সেক্স না হয়ে বাংলাদেশ কে গানিমাতের মাল বানানোই ভাল হতো? গত তিন দশক তো ম্যাপ বানাইছিলেন তালপট্টি দিকে চোখ বুইজ্জা, সেই সময় যে রেপ হইছিলেন মনে নাই? রেপ হইয়াও কুনো কতা কন নাই, পাবলিক জানলে কলঙ্ক দিবো বইলা। আর এখন 'কোর্ট ম্যারেজরে' মিউচুয়াল সেক্স কইয়া নিজের ইজ্জত রক্ষা করতে চান? ভাল, ভাল না? কিন্তু পাবলিক আপনাগো চেনে...........

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮

মোরতাজা বলেছেন: বাংরাদেশেরে তো আপনারাই গনিমতের মাল বানাইছেন। আমাগো বিডিআর রক্ত দিয়া পাদুয়া উদ্ধার করছে্ আর এখন সেখানে বিএসফ আড্ডা মারে। আমাগো লোকজনের যাইবার দ্যায় না। এরপরেও আপনারা এই সব রইয়া আলাপের মত শক্তি পান কোথায়।

৩| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৪৫

কলাবাগান১ বলেছেন: "The maritime affairs chief said India claimed 10 and
Myanmar claimed 17 out of Bangladesh's claim for
28 blocks. But Bangladesh got 12 of the 17 claimed by
Myanmar and all the 10 that India claimed,
save some small portions of block 5, 9, 14, 19 and 24."

Click This Link

তারপরেও বলে যে এই বিজয় নাকি পরাজয়- মেজর হাফিজ

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯

মোরতাজা বলেছেন: :(

৪| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৪২

রেজা সিদ্দিক বলেছেন: জয় পরাজয়ের প্রশ্ন না করাই ভাল। আরবিট্রেশনের উদ্দেশ্য হলো যৌক্তিক নিস্পত্তি। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষ্পত্তিটা হয়েছে। মেজর হাফিজরা চাইলে তাদের আমলে এর বিরুদ্ধে নতুন করে মামলা করতে পারেন। মুখরোচক ও চানাচুর মার্কা কথা বলে লাভ নেই।
দুই পক্ষ যুদ্ধ করে নাই- কোনো সামরিক উত্তেজনা তৈরি হয় নাই। দুই পক্ষ এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।অতএব দু্ই পক্ষই জয়ী। দ্বন্দ্ব নিরসনের উইন-উইন পদ্ধতিটা বিজ্ঞানসম্মত এবং সবচেয়ে ভাল সমাধান। এটাই সভ্যতার নমুনা। সাধারণ সভ্যতার মাত্রা মেনেই কথা বললে ভাল হয়।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯

মোরতাজা বলেছেন: যাক শুনে ভালো লাগছে। আমরা সভ্য হচ্ছি।!

৫| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রেজা সিদ্দিক বলেছেন: জয় পরাজয়ের প্রশ্ন না করাই ভাল। আরবিট্রেশনের উদ্দেশ্য হলো যৌক্তিক নিস্পত্তি। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষ্পত্তিটা হয়েছে। মেজর হাফিজরা চাইলে তাদের আমলে এর বিরুদ্ধে নতুন করে মামলা করতে পারেন। মুখরোচক ও চানাচুর মার্কা কথা বলে লাভ নেই।
দুই পক্ষ যুদ্ধ করে নাই- কোনো সামরিক উত্তেজনা তৈরি হয় নাই। দুই পক্ষ এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।অতএব দু্ই পক্ষই জয়ী। দ্বন্দ্ব নিরসনের উইন-উইন পদ্ধতিটা বিজ্ঞানসম্মত এবং সবচেয়ে ভাল সমাধান। এটাই সভ্যতার নমুনা। সাধারণ সভ্যতার মাত্রা মেনেই কথা বললে ভাল হয়।


+++++++++++++++

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

মোরতাজা বলেছেন: সভ্য! হা হা হা !

৬| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৬

রাজিব বলেছেন: আজকে বাংলাদেশের নতুন অধ্যায়ের প্রথম দিন। "এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার"
Click This Link
এখন সরকারকে চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব এ সম্পদকে আহরণ করে কাজে লাগাতে। আর বিরোধী দলকে সরকার যাতে এক কাজ ঠিক মত করে সেজন্য চাপ দিতে হবে।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২

মোরতাজা বলেছেন: মজা পাইলাম!

৭| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১২

লিঙ্কনহুসাইন বলেছেন: আমি জয় বা পরাজয়ের বিতর্কে যাবো না , তবে বহু বছর ধরে চলা এই সমস্যার একটি শান্তিপুর্ন সমাধান হলো , এটা অনেক বড় একটা পাওয়া এবং আমার মতে এটাই হলো বিজয় !! অবশ্যই এর কৃতিত্ব রিয়ার অ্যাডমিরাল (অবঃ ) মোঃ খুরশেদ আলম সাহেবের !! বহু বছর ধরে তিনি এই সমস্যা সমাধানের জন্য কাজ করেছেন । অনেকে তালপট্রির কথা বলেন যে এই দ্বীপ ভারত নিয়ে গেছে , আমি এ বিষয়ে বেশি কিছু জানিনা শুধু জানি এই দ্বীপের অস্তিত্ব এখন আর নাই তাই যার অস্তিত্ব নাই সেটা নিয়ে পানি ঘোলা করার পক্ষে আমি না । ( আমি যতটুকু বুজি তাই লিখলাম )

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

মোরতাজা বলেছেন: আসলৈ কতটুটু পেলাম কবতটুকু পাবার কথার ছিল; সেটি সত্যি আলাপ করে লাভ নাই। যেখানে আমাদের সম্পদ ভারত দখল করে নেয়, যেখানে সন্দেহবশথ মায়নামারের সীমান্ত রকআষীরার আমাদের খুন করে, সেখানে কিছু ছেড়ে দিয়ে বাঁচার তরিকা মন্দ না। কিন্তু চাড়তে ছাড়তে একদিন না, আমরা বাড়ি ছাড়া হয়ে যাই, সেইটাই ভয়

৮| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৬

অেসন বলেছেন: এখানে জয় পরাজয়ের ব্যাপার না তোলাই ভালো। এই রায়ের ফলে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হবে- এটাই কাম্য। যারা এই রায়ের সমালোচনা করছেন তারা কেন ক্ষমতায় থাকাকালে এই বিরোধ নিষ্পত্তির
পদক্ষেপ নেয় নাই ? নিজেরা কিছু না করে অন্যের কাজের সমালোচনা
আর কয়দিন ?

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

মোরতাজা বলেছেন: আসরে ক্ষমতার রাজনীতিকদের জন্য এটা কোনো সমস্যা না। সমস্যা হলো আমাদের দেশের প্রেক্ষিতে। ক্ষমতায় যাবার জন্য আমরা সবাই সব দিতে প্রস্তুত। তাই না। আম্লীগ, বিম্প, জমাত, জাপা কারো চরিত্র এর বিপরীত নয়।

৯| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফিলিন্তিনিরা আসলেই বেকুব!!!

আমাগো নেত্রীর কাছ থেকে বুদ্ধি নিয়া উইন উইন সিচুয়েশন করতে পারে না!!

৪০ বছর করে নাই.. ব্লা ব্লা যারা বরছেন তারা কি মনে করেন কোন ঘটনা চেইন ছাড়া আতকা আসমান থেইক্যা পড়ে..

ধারাবাহিক কাজেরে আওয়ামীকরনের নিলজ্জতা আওয়ামীলীগ ছাড়া আর কেউ দেখাতে পারে না।

তালপট্টি এখন ইস্যু না, ফারাক্কা ইস্যু না, তিস্তা ইস্যু না, ফ্রি ট্রানজিট ইস্যু না, পানির দরে ব্যন্ড উইথ দিয়ে দেওয়া ইস্যু না, বানিজ্যের অসমতা ইস্যু না, সাংস্কৃতিক আগ্রাসন ইস্যু না, সীমান্ত হত্যা ইস্যু না, ..

দলকানা আর দলান্ধতা এত প্রকট হয়ে গেছে- যেখানে লজ্জ্বা পাবার কথা সেখানে অহংকার করে, গর্ব করে। সেটাকেই বিজয় বলে ভাবে।!!!!!!!

অনির্ভাচিত সংসদের কাছ থেকে অবশ্য আশা করাই বাতুলতা! কিন্তু এই চরম সত্যটিও নিয়েও অবিশ্বাস্য রকম মিথস্ত্রিয়া চলছে!!

হাই-সোসাইটি কলগার্লের বিশ্বাস- সবাইকে বোকা বানিয়ে সেই বুদ্ধিমতির মতো কত ধন সম্পদ করতে পেরেছে! সে সোসাইটিতে কত বড় বড় কাজ করে! তার বিরুদ্ধ টু শব্দটি করার কেউ নেই.... তার বিজয় বোধ তার আঙ্গিকে সত্য হলেও সামগ্রিকতায় কি তাই???????



০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭

মোরতাজা বলেছেন: হুমমমম

১০| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: যতটুকু ঘোষিত হয়েছে তা কি বর্তমান দখল থেকে বেশী ? যদি তাই হয় বয়া লাগিয়ে দখল নিন এবং বিমান বাহিনীর একটা বিশেষ টিম থাকবে যারা কক্সবাজার ও ফয়লা বিমান বন্দর থেকে উড়ে আমাদের সমুদ্র এলাকায় কোন সম্পদ যাতে ভারত ও মায়ানমার দ্বারা আহরিত না হয় তার দ্রুত অ্যাকশন নিতে পারে। আমরা যা পেয়েছি তাতেই সন্তুষ্ট , দখল নেয়ার আগে কোন উতসব নয়। মোদী কিন্তু সিঙ্গেল !!

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

মোরতাজা বলেছেন: সহমত

১১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৮

খাটাস বলেছেন: নিজের ঢোল নিজে পিটাইতে সবাই ওস্তাদ।
ঘুরে ফিরে দুটি শব্দ আসে, আপনারা আর আমরা- এই আপনারা আর আমরা কোন মহামুনির সিদ্ধ কূল তা জানতে পারলাম না।
তবে কথার খইয়ে বাঘ মারায় সবাই ওস্তাদ।
জয় হোক আপনাদের, আর জয় হোক ঐ আমাদের।
আমি কেও না।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২১

মোরতাজা বলেছেন: আসলে আমগো আমজনতার কতা কইবার সময় কারো নাই.. :(

১২| ১০ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৩

সেতু আশরাফুল হক বলেছেন: পোষ্টদাতারে কই. আন্তর্জাতিক আদালতের এই রায় না মাইনা কি করা উচিত ছিল এট্টু বিস্তারিত কইবেন। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে আপনারে ভোট দিমু, আর কেউ না দিলে আমি অবশ্যই দিমু। এট্টু কন না শুনি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

মোরতাজা বলেছেন: রায় মানা না মানা নিয়ে এ পোস্ট নয়্ এই পোস্ট আমাদের আমজনতারে মফিজ বানানোর উদ্যোগ লইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.