নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

...সে ফিলিস্তিনি। ... সে মুসলিম। ... সে তার স্বভূমি ফেরৎ চায়।..তাই সে জঙ্গি

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৯

...সে ফিলিস্তিনি। ... সে মুসলিম। ... সে তার স্বভূমি ফেরৎ চায়।..তাই সে জঙ্গি





স্কার্ফের নিচে রক্তে ভিজে যাওয়া চুল

অনেকদিন দিন বেনুনি না করা চুল - জট লেগে আছে

আতঙ্ক-উদ্বেগ-উৎকণ্ঠাই কাটছে জীবন

সেখানেই চোখের কোনে কাজলের টান

এলাচুলে মুক্ত হাওয়া!বেনুনি-বিলাসিতা!

ভাবনায়ও আসেনি তার।



এই বুঝি দরজায় ঠক ঠক,

রাইফেলের বাটের চাপা স্বর- ট্যাঙ্কের দানবীয় নগ্নোল্লাস

তুলে নিচ্ছে তার ভাই, সন্তান কিম্বা স্বামীর শরীর



প্রতিবাদের ভাষা নেই- চোখ তুলে তাকালে কেবল

একপাল জানোয়ার;রাইফেল হাতে

আকাশে উড়ছে শকুন; ওরা দেখতে মানুষের মত!



এত মানুষ বিশ্বে- এত

তবুও তার চোখে মানুষ পড়ে না।



বায়তুল মুকাদ্দিস থেকে ভাটিকান সিটি

গাজা থেকে মক্কা



জেনেভা থেকে ওয়াশিংট্ন

কায়রো থেকে মস্কো



মানবাধিকার আর ন্যায্যতার

আলেচনা, আলোচনা আর আলোচনায় কেটে যাচ্ছে সময়



কী সহিষ্ণু সময় তাদের! ফুরফুরে মেজাজে আলাপের আলাপ করেন বান কি মুন

সুগন্ধির ঝাঁঝালো গন্ধে নিখোঁজ যুবকের শরীর পোড়ানো গন্ধ মাড়িয়ে

শান্তির পথ খোঁজার চেষ্টা বারাক ওবামার! আহা কী নিদারুণ মানবাধিকার!



মাথার রক্ত পা বেয়ে ভিজিয়ে দিচ্ছে মরুভূমি

শিশুর কান্না আর দানবের ট্যাঙ্কের গোলার শব্দ একাকার হয়ে যাচ্ছে

মাথাটা হালকা হয়ে আসে

কোনো কিছু মাথায় ঢুকছে না; মেয়েটির!



কাঁচভাঙ্গা হাসি তার- মাথা খারাপ করছে!

সে এখন 'জঙ্গি'। তার রক্তে ভিজে যাওয়া মরুভূমির ওপর দাঁড়িয়ে গণমাধ্যম বলছে-

সেই রক্ত অপবিত্র। তার খুৃন হওয়ারই কথা ছিল

কারণ সে ফিলিস্তিনি। কারণ সে মুসলিম। কারণ সে তার স্বভূমি ফেরৎ চায়।



ইসরাইলি পুলিশ-আর্মির রক্ত নেশার কাছে

তবুও জেগে থাকে গাজা, মৃত্যু উপত্যকা!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.