নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী নির্মম-বিভৎস সত্যের মুখোমুখি মেয়েটা। তবুওে সে আশায় বুক বাঁধে। সে জানে মানুষ কখনো পরাজিত হয় না। মানুষ হারতে পারে না। গাজার আকাশে যত শকুনই উড়ুক না কেনো, যত শুকুরই আলোচনার টেবিলে বসে শুরায় বুঁদ হয়ে কূট কূটনীতি করুকনা কেনো- তাকে যে সৃষ্টি করেছে; সে নিশ্চয় একদিন চোখ তুলে তাকাবে?
কিন্তু সেটি কবে? অপক্ষো!!!
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৩
মোরতাজা বলেছেন: আমি চৌদি বাশমা আর পাপিস্তান লইয়া কতা কইনাই, এই অভিযোগ ঠিক না। আমার ান্র লেকায় তা আছে।
২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: লেখোয়ারের কথায় যুক্তি আছে , মুল সমস্যা মুসলমানদের অনৈক্য । নইলে হামাস
ইসরাইলের একটি মাত্র সৈনিক আটক করলে তার জন্য অবামা প্রশাসন হুশিয়ার
উচ্ছারন করে পক্ষান্তরে গাঁজায় হাজার হাজ্রার নারি শিশু নির্বিচারে ওরা বলি করছে
এর প্রতিবাদ টুকুও নেই ।
কোথায় মুসলমানদের রক্তের মুল্য ।।
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২১
মোরতাজা বলেছেন: আমি তার সাথে দ্বিমত করিনা, কেবল আমার বিরুদ্ধে অভিযোগের জবাব দিলাম
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১৭
লেখোয়াড় বলেছেন:
কোন লাভ নেই।
মুসলমানদের মধ্যে একতা নেই।
মধ্যপ্রাচ্যের সব দেশ যাদি এক থাকতো তো ইসরাইল এত সাহস কোনদিন পেত না।
খুব খারাপ লাগে অসহায়, নিষ্পাপ মানুষ মরতে দেখলে।
অবশ্য আপনার এতে কিছু যায় আসে না। কারণ আপনি সৌদি আরব আর পাকিস্তানের বিরূদ্ধে কোন কথা বলেন না।