নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী জীবন। লঞ্চ ডুবে, বাসের চাকায় পিষে, গুলি করে মেরে ফেলে সব্বাই দিব্বি আরাম করে। ক্ষমতা, দুদিনের ক্ষমতার মোহে সব কিছু নিজের মত করে ফেলে। শাস্তি পেতে হয়না, মুন্ত্রীর গদি আরো শক্ত হয়।
যেনো মরে গ্যাছে তারা, বেঁচে গেছে। এমন একটা দ্যাশ আমাদের; যে দ্যাশের মানুষ 'একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গান ধরে অস্ত্র হাতে লড়েছে। সেই দেশে শ' শ' ফুল অস্বাভাবিক মরণ বরণ করছে। রাজনীতির ছাতা মাথায় যারা 'উত্তেজক ওষুধ' বিক্রেতা 'ক্যানভাসারের' মত বক্তৃতা আওড়ায়; তাদের জন্য করুণা হচ্ছে।
অসহায় মানুষগুলো আসমানের দিকে তুলে ফরিয়াদ করে । ক্ষমতাবানরা 'খয়রাতি' বাটোয়ারা করেন। কী বিভৎস-প্রশাসন।কী বিভৎস-বিকারগ্রস্থ প্রশাসক।
©somewhere in net ltd.