নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের গণমাধ্যম জগতে মালিকই সব- তার আজ্ঞাবহ কর্মীরাই তার হুকুম তামিলে কম্পিটিশন দ্যান। তেলের ডিব্বা লইয়া মালিকরে মালিশ করেন। কে কতা মালিশম্যান- তা প্রমাণে শশ ব্যস্ত!
সদ্য খসড়া অনুমোদন দেয়া ব্রডকাস্ট নীতি লইয়া আজাইরা প্যাচাল, হাস্যকর।
অবশ্য সরকারের একটা প্রটেকশন দরকার বলে এটা করা অইতে পারে; এটা আন্দাজ করতাছি। যে হারে মুদি দোকানের মত লাইসেন্স দেয়া অইছে; তাতে অর্থ সঙ্কট মেটাতে চ্যানেলের আগ্রাসী আক্রমণ থেকে সরকারের সহযোগি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের রক্ষারও একটা কবজ অইতে পারে এইডা!
©somewhere in net ltd.