নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিস্ময়ে বালিকা শিশু :: এরাও মানুষের কাতারে পড়ে!
বিস্ময়ে বালিকা -শিশু
দ্যাখে জন্তুরাও মানুষের মত দেখতে
গামবুট পরে, মর্টার শেল চালায়
পকে জন্ম নেয়া শুয়রের মত কোমার দুলিয়ে
কুত্তার মত চিক্কুর মারে-সৈন্য নামের বিভ্রান্ত জন্তু
বিস্ময়ে বালিকা শিশু
গাজার রাস্তা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় কুড়িয়ে এনেছে কেউ
হসপিটালের বেডে শুয়ে-
চোখ লেগে এলে সে দ্যাখে
হোয়াইট হাউসে কিছু শুয়োর রেড ওয়াইনে চুমুক দিচ্ছে
বালিকা শিশুর কাছে; এ তারই সহোদরের রক্ত!
চিক্কুর মেরে জেগে ওঠে বালিকা শিশু
বলে থামো; অনেক হয়েছে। কে কার কথা শোনে-
ক্লান্ত জানোয়ারেরা একটু জিরিয়ে নিচ্ছে
বাশশা আবদুল্লাহ- শুয়রের কইলজা ফ্রাই ও ইসরাইল সাকী লইয়া মৌজে
মিশরীয়দের কান্দে ওবামার বন্দুক ;হেলে কান্ধে ধরে রাখে ফৌজি
ক্ষমতা, অস্ত্র আর বাণিজ্যের তকমা ঝুলে থাকে মাথার উপর
বালিকা শিশু বিস্ময়ে অভিভূত হয়ে দ্যাখে এরাও মানুষের কাতারে পড়ে!
০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯
মোরতাজা বলেছেন: হুমমমমমম
২| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১২
শাবা বলেছেন: View this link
০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৫
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১
শাবা বলেছেন: হ্যাঁ, সুন্দরভাবে গাজার বর্তমান চিত্র তুলে ধরেছেন।ফিলিস্তিনের নারী, পুরুষ শিশুরা মানুষ নয় যেন, এমন কি ওরা পশুর চেয়েও নিচু মর্যাদার। এমন নির্বিচারে পশু হত্যা করলেও পুরো পৃথিবী কেঁপে উঠতো। কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে সবাই নির্বিকার, যেন সবাই তামাশা দেখছে। কিছুক্ষণ আগেই এক ফিলিস্তিন যুবতির এমনই এক লেখা পড়লাম View this link।