নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্যাশে লঞ্চ ডুবি মানে একটা মস্ত বড় সিনামা। মুন্ত্রি-সান্ত্রীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভিআইপি আগমনের পথ পরিষ্কার করতে নিহত-নিখোঁজ মানুষের স্বজনদের ভিড় ঠেকাতে পুলিশ লাঠি লইয়া দাবড়ান। ক্ষমতাবানরা দুঃখী দুঃখী ভাব করেন; এছি গাড়ি করে ঢাকায় ফিরে আসেন।
টিভি চ্যানেল লাইভ প্রচার করে- ' এঁ এঁ দর্শক দেখতে পাচ্ছি... এঁ এঁ' ।
'ক্ষতিপূরণ' হিসাবে খয়রাতি বরাদ্দ শ্যাষে তৃপ্তির ঢেকুর তুলে সরকার পরের নির্বাচনে ভোটের রসদ সংগ্রহ করে।
কিন্তু সে খয়রাতি যে খয়রাতি রাজনীতির ভিতরে চলে যায় সেইটা কেউ দেখে না ।
©somewhere in net ltd.