নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহসিন আলীরে আমার খুব জাতের মুন্ত্রী মনে লয়; জৈতিষও বটে। তয় উনি একটা মজার কতা কইছেন- সম্বাদিকরা বউ লইয়া ঘুমাইতে পারবো না। কতা সইত্য। ইনডিয়ান শিরিয়ালের প্রভাবে কেউ (কিছু ব্যাতিক্রম ছাড়া) বউ লইয়া ঘুমাইতে চায় না!
মুন্ত্রী মনে লয় সম্বাদিক গো লাইগা বান্ধবী আননের ব্যবস্থা করতাছে। খ্রাপ না। খরচটা উনি করবেন মনে লয়। সিলটি লোক। সব পাউন্ডে হিশাব।
জৈতিষ ক্যান কইলাম- উনি যখনই কইলেন সম্বাদিক স্বাধীনতা ...হান্দায়া দিবো। তার পর পরই সরকার সম্প্রচার নীতিমালার অনুমোদন দিছে। এখন যেহেতু কইছেন বউ লইয়া ঘুমাইতে দিবেন না, তার শ্যালিকা ও তদ-গ্রোত্রীয়দের লইয়া ঘুমাইবার পরোক্ষ পরামর্শ হিসাবে সব্বাই ধইরা লইয়া মুখে প্রতিবাদ করলেও এমুন সুযোগ পাইলে কেউ হাত ছাড়া করবেন বলে মনে লয় না।
মুন্ত্রীটার জন্য আমার খুব মায়া লাগে, উনার চেহারাটা সিনেমার টিকিট ব্লেকার কিম্বা মফিজ টাইপের মার্কা নাও চালকের মত। জানেন তো দুনিয়াতে উনাদের কত কষ্ট-কসরত।
উনি উনার কম্মে নিশ্চিত করেছেন, উনার রসের অভাব; তাই সম্বাদিক গো রস নিংড়াইতে চাইতেছেন।নীতিমালা দিয়া রস বার করণ যায় না মুহসীন ভাই!
বাদ দ্যান এই সব কথা, চলেন- লন দুইজনে মিল্লা শেখ বিরি খাই; মুহসীন ভাই।
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।