নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রচার নীতিমালা লইয়া কারা সবচে বেশি কতা কইতাছে?
উত্তর :: বিম্পি-জমাত।
তাগো কোনো সম্প্রচার মাধ্যমের নিয়ন্ত্রণ আছে?
উত্তর:: নাই
তহলে?
উত্তর :: ...তিন নম্বর বাচ্চা হুদাই লাফায়! এটাই তার আনন্দ!
১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭
মোরতাজা বলেছেন: টক শো'র কতা হুইনা সরকার একটা কাম করছে; উদাহরণ আছে!
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪
মোঃ রেজাউল ইসলাম বলেছেন: ""টক শোতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন না করার কথাও নীতিমালায় উল্লেখ করা হয়। "
--------------------------------------------------------------------------------------
মন্তব্যঃ টক শো গুলোই তো আমাদের একমাত্র প্লাটফরম, যেখানে সরকারের সমালোচনা করা হয়। সাধারন জনগন, যারা খুটিয়ে খুটিয়ে পত্রিকা, বা বিভিন্ন চুক্তি, রিপোর্ট পরতে পারে না, তারা সহজেই সরকারের বিভিন্ন অপকর্ম সম্পর্কে ধারনা পায়। 'গণতান্ত্রিক সরকার' নামক এই ক্ষমতাসীনরা তাও বন্ধ করে দেবে ?
আচ্ছা, বিভ্রান্তি কি জিনিষ ভাই ?
৫ জানুয়ারির নির্বাচনে কত পারসেন্ট ভোট পরছে?
-নতজানু কমিশন বলে ৪০%
আমি এটা একেবারেই বিশ্বাস করি না। এটা একটা ডাহা মিথ্যা কথা বলে মনে হয়।
এখন, এই কথা গুলো কি টকশোতে বলা যাবে না ??
রাষ্ট্রীয় মিথ্যাচারের পক্ষেই সাফাই গাইতে হবে ??
দিল মে বাকশাল থাকলে ক্যামনে হয় বলেন ??"