নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ফকরুলের বোরকা এবং বিম্পির উত্থান

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

এত্ত বয়স অইছে নেতাগো- যে, বিম্পির উত্থান ঘটাইতে আম্লীগের সব নেতারা একসাতে সব রকমের উত্তেজনা ছড়াইয়াও ব্যর্থ!

তয় আপাতত কোর্টে যে বোরকা পইরা গেছিল ফখরুল, সেই রংটা পছন্দ করছে্ তারদল। বোরকার কিয়দংশ কেটে কেটে সময় প্রতিবাদ করবে বলে উনারা মনস্তাপ করেছে।

তবুও উৎসাহ দেই- এগিয়ে যান। সরকার আফনাদের এগিয়ে রাখবার জন্য অনেক কিছু করতাছে- কিন্তু পারতাছেন না। তবুও চেষ্টা রাখতে অইবো অবিরত-

ঈদের পরে কর্মসূচীর আতঙ্ক আমাদের ঘুমে বড়ি গ্রহণের প্রবণতা বাড়াইয়া দিছিলো। আপাতত স্বস্তি পাইলাম। কিন্তু ধারাবাহিকভাবে অহিংস আন্দোলন করতে ক্ষতি নাই, তাতেও আফনারে অনুৎসাহ দেখে দলের কর্মীরা হতাশায়।



তবুও উত্থান শুরু হয়েছে, এতেই খুশী। এগিয়ে চলেন ফকরুল ভাই। শরি, ফকরুল আঙ্কেল!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.