নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্বাদিক রবি ভাইকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানোর ইচ্ছা আমার নাই। কারণ প্রতিবাদের ভাষা বোঝনের মত শক্তি এবং সক্ষমতা আম্লীগ ও তার কুড়িয়ে নেয়া প্যাড সর্বস্ব দলগুলোর নাই।
তবে একটা কথা- সব সম্বাদিক মিল্লা আসমানের দিকে যে হারে থুতু ছিটাইতেছি; সেই থুতুর তলে নিজেদেরই মুখ ঢেকে গন্ধ বেরুচ্ছে-সেইটা বোঝনের চেষ্টা করি।
আম্লীগ-পুলিশ-প্রশাসন-নিরাপত্তারক্ষী-সব্বাই এখন একই। নিপীড়নই তাদের একমাত্র কাজ! এইডা কওনের কিছু নাই। আফার দিলে যদি দয়া অয়, তাইলে রক্ষা; নইলে সম্বাদিক গো কপালে আরো দুর্গতি আছে বলে ঠাওরাইতেছি।
©somewhere in net ltd.