নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ভাব সম্প্রসারণ কর-'কারো ঘর পোড়ে কেউ আলু সেদ্ধ করে'

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

বাংলাদেশের মত ভাটি অঞ্চলের দেশ উজান থেকে নেমে আসা 'জলে' টই টম্বুর হয়ে যায়। বরষার শেষে ভাদ্র কিম্বা আশ্বিনে এখানে 'জল' জমে যায়। এটাকে কেউ কেউ বন্যা বলে থাকে। যারা বন্যা বলে তারা সরকারের উন্নয় চোখে দেখে না। এরা সোনার বাংলার বিরোধী-। এদের এই জলের উপ্রে দিয়া নৌকায় বসায় গঙ্গায় ডেবানো জরুরী।



তবে.. জাতির সামনে অনেক কর্তব্য কাজ যেমন কুইক রেনটাল বিদ্যুৎ জারি রাখা; দুদক থেকে দায়মুক্তি সনদ বিতরণ; আইসিটি আইনের সফল বাস্তবায়ন এবং সম্প্রচার নীতিমালা দিয়া সম্বাদিকদের লাইনে আনন- এ রকম আরো অনেক কাজ চলমান থাকায় সরকার সে দিকে নজর দিতে সময় নিচ্ছে।



কিন্তু ঘর পোড়ার কথা যে বলা হয়েছে প্রশ্ন পত্রে- সে কথাটা খুবই গুরুত্বপূর্ণ! সেই বন্যার সময় কারো কারো নৌকা বাইবার ইচ্ছা হয়। তারা কর্পোরেট পৃষ্ঠপোষকতায় বন্যার ভিত্রে নৌকা বাইচের আয়োজন করে। আজ ৬ সে্পেটম্বর এ রকম একটি নৌকা বাইচ চীন মৈত্রি সেতুর তলে হয়ে গেছে। আর জামালপুরের চরের মানুষ বেড়ি বান্দের উপ্রে পানি আর খাবারের জন্য খারায়া আছে। এটাকে বলে কারো ঘর পোড়া যাচ্ছে আর কেউ আলু সেদ্ধ করে খাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.