নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেরে বাংলা বিভিন্ন লোকজনকে সহায়তা করতেন। একবার এক ভদ্রলোক ঢাকায় তার সাথে দেখা করলেন এবং তার কন্যার শিক্ষার জন্য আর্থিক সহায়তা চাইলেন।
শেরে বাংলা তাকে বেশ কিছু টাকা দিলেন।
ভদ্রলোক চলে যাবার সময় শেরে বাংলার অনেক গুণগান করছিলেন। তিনি আর্দালি পাঠিয়ে তাকে ডাকালেন। তটস্থ ভদ্রলোক বললেন, স্যার মুই কি ... আর বলতে পারছিলেন না।
শেরে বাংলা বললেন, তোমাকে ডেকেছি আরো কিছু টাকা দেবার জন্য।
ভদ্রলোক বললেন, যা দিয়েছেন তাতে চলবে।
শেরে বাংলা বললেন, না; ও টাকা তোমার মেয়ের পড়ার খরচের জন্য দিলাম। আর এ ক'টাকা রাখো। সামনে আমাকে বাঁশ দিতে হবে। তখন যেনো আবার সঙ্কটে না পড়ো।
©somewhere in net ltd.