নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

দাদুদের কথায় ভুল-বাল হয়

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

দেশ কিসে চলে মদিনার সনদ, নাকি সংবিধান। উত্তর কারো অজানা নয়। তাহলে এত উত্তেজিত হওনের কি আছে; রাস্তায় হুজুরদের নামাইয়া; চেতাইয়া সক্কার বাহাদুর কি সিন দেখাইবার চায়; বোঝা বড্ড মুশকিল। দাদু মহান ও অতিব জ্ঞানী লোক; তার অগাধ জ্ঞানের সাগরে আমরা আমরা নুড়ি কণা মাত্র!



সে কথা থাক; দাদুর পা ছুঁয়ে সালাম করা যেখানে পূণ্য সেখানে উনাকে নিয়ে আলাপ বাতুলতা মাত্র। উনার উক্তি; কটূক্তি ;অতিউক্তি এ সব লইয়া পাত্তা দেওনের কিচ্ছু নাই।



এইটা লইয়া রাজনীতিরও কিচ্ছু নাই। এ রকম দাদুদের কথায় ভুল-বাল হয়। বয়স অইলে মানুষ এ সব নিয়ে গোঁ ধরে। বলে আমি যা কইছি ঠিক। আসলে যে সব ঠিক না; তা উনারাও জানেন।



এ সব নিয়ে আলাপের বিশেষ কোনো মাজেজা নাই।



ইসলামীক দলের মহান নেতাদের বলছি যদিও সক্কার প্রধান কইছেন দেশ মদিনা সনদে চলবে। চলছে-এটা কিন্তু বলেন নাই। শুধু শুধু মানুষের সমালোচনা করার মত 'গিবত' ধর্মীয় অনুভূতিকে হালকা করবে- কবিরা গুনাহ হবে!



তাই আসেন কবিরা গুনাহ থেকে রক্ষা পাই! কি বলেন মিয়া ভাইয়েরা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.