![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ সাহেবের স্ত্রী-ও নিশা আফা দুইজনই একই দেশের বংশদ্ভূত। মানে ভারতীয়-। তা শ্যালিকার উদ্দেশে দুলা ভাই একটা কতা কইতেই পারেন। তাতে এত মন খ্রাপের কি আছে। শ্যালিকারাদের দুলা ভাইয়েরা অনেক কিছুই কয়! কয় না; কি বলেন জনাবেরা। দুই আনা চাইর আনা এটা তো মামুলি।
আর মর্জিনার কতাই ধরেন; বঙ্গদেশে তো মর্জিনা মাইয়া মানুষের নাম, কুনু একটা বঙ্গ ছিনামায় কাজের লোকের চরিত্রে তাকে দেখেছি। সম্ভবত মোহাম্মদ হোসেনের 'ফায়ার' ছিঃনামায়।
এখানে সৈয়দ সাব আর আমি কমন। মর্জিনা কাজের মেয়ের নামই তো।
একটা গানও ইত্যাদির কারণে বেশ জনপ্রিয় ছিল; সম্ভবত নব্বুইয়ের দশকে' তুত্তু তুত্তু তারা/ মর্জিনার বাপ মার্কা মারা।' মার্কামারা মর্জিনাকে অবশ্য বনেদি কন্যা হিসাবে সংকেত সাব চিত্রণ করেছিলেন। বলিউডের ছিঃনামর একটা বঙ্গ প্যারেডিটাও সংকেত সাব লিকছেন বলে জানি।
দুই আনা কিম্বা কাজের মাইয়া লইয়া গোস্সা করণের চ্ছিু নাই। হুদাই। নিশা আফারা বঙ্গ দেশের রাজনীতির রঙ্গ সম্পর্কে অনেক ভালো জানেন। উন্রা আছেন বইল্লাই আম্রা আছি; এটা এখন সত্যি না অইলেও ইনডিয়া আছে বইল্লা আম্রা আছি; এটা সত্য বলে মানতে মুন চায়।
কিন্তু আমার মত কিছু মফিজ এইডা মানবার চায় না; কারল ত্রিশ লাখ কিম্বা তারো বেশি মানুষ তার রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে। ক্ষমতায় গেলে সবাই বিদেশি শক্তি মুক্ত আর ক্ষমতা থেকে ছিটকে পড়লে বিদেশে ক্ষমতার শক্তির ব্যবহার প্রত্যাশী; এই ধারণা থেকে কী বের হওন যায় না। যায়। কিন্তু আম্রা পারছি না।
নয়া দিগন্তের পর আজ বিষুদবার প্রথমআলোও কইলো দুই আনার মুন্ত্রী কওয়ায় ওয়াশিংটন ঢাকা সম্পর্ক ভালো হবার চান্সটা নষ্ট অইয়া গেছে। নুবেল জয়ী ডাক্তার উন্নুছরে লইয়া অনেক কিচ্ছু অইছে; ওয়াশিংটন অনেক তদ্বির করেছে। কিন্তু সরকার জিতেছে। এ জয়কে আমরা শেলুট করি। সামনেও সক্কার বাহাদুর জিতবো; সে আশায় বাঁধি খেলা ঘর। সরি বাঁধি বুক।
আম্লীগের মত আমিও স্বপ্ন দেখি -বিদেশ নিভ্ভরতা কমাইতে অইবো। তয় ভারত বিদেশ কি-না সেইটা লইয়া ভাবনের অনেক কিছু আছে। তাগো আমরা সুহৃদ প্রতিবেমী কইতে চাই। যদি নদীর উজানে আর বাঁধ না দ্যান,ফারাক্কা খুইল্লা দ্যান, তিস্তায় জল গড়ায় আর সীমান্তে মানুষ খুন না করে; তাহলে আমি ভারত বিরোধী হতে চাই না।
জীবন মানে জি বাংলা; আর যৌবন মানে বলিউডের ছিঃনামা। এতে কারো আপত্তি থাকতে পারে; আমি যেহেতু এ সবের দর্শক নই; তাই এইটা লইয়া মন্তব্য করতে ইচ্ছুকও নই।
দেশের সুশীল সিংহাসনের অধিকারী খব্বরে কাগুজ তো আইজকা জি বাংলারে সেইরাম তেল দিয়া রিপুট করছে; ঘরে ছুড পুলাপাইনও নাকি পক্ষি চেনে! আহারে। সেকি আনন্দ রে বাবা। আসো সরোদ, বাঁশি শোনো, মণিপুরী, উড়িষ্যার নাচ দ্যাখো; বচ্ছরে একবার। আর সারা বচ্ছর জি বাংলা দ্যাখো।
দীপিকার বুকের ওপর থেকে কাপড় সরে গেলে কিম্বা কলা হাতে সমুদ্র সৈকত থেকে উসে আসা সানি লিওন নিয়ে বিস্তর আলাপ তরুণরা করবেন। এটা নিয়ে আমার আলাপের উৎসাহ নাই। (মনে লয় যৌবন লুপ্ত অইতেছে; মধু থেরাপি লাগবো! )
আমি কলেজ-ভার্সিটি লাইট টাইপের তারুণ্য শেষ করে এসেছি তাই এখন শালি দুলা ভাইয়ের গল্প লইয়া কিছু কইলাম।
নোট: আইন বিশারদরা পরামর্শ দিয়েছে; এইডা আবার কোনো আইনের মাইর প্যাচে পইড়া জীবন পাতের শঙ্কা থাকলে তুল্লা ফালামু।! আমি মরবার চাই; তয় এ রকম হালকা গল্প কইরা মরবার চাই না। লোল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২
মোরতাজা বলেছেন: বলিউডের ছিঃনামা
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২
অপূর্ণ রায়হান বলেছেন: শিরোনাম ভালো লেগেছে। কিন্তু পোস্ট পড়ে মনে হচ্ছে কোন ছিঃনেমার স্ক্রিপ্ট পড়লাম।
কথাগুলো ভালো ছিল, একটি গুছিয়ে লিখলে কি হত!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
মোরতাজা বলেছেন: ভাই দুব্বল লেখক তো তাই এমুন অইছে: শরি!
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
এম এস এস মামুন বলেছেন: জব্বর লিকেচেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
মোরতাজা বলেছেন: সনদ প্রাপ্তির আনন্দে মন ভালো অই গেলো!
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি মরবার চাই; তয় এ রকম লিখায় হালকা কমেন্ট কইরা মরবার চাই না। লোল।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০
মোরতাজা বলেছেন: লোল
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
ভোরের শিশির । বলেছেন: জীবন মানে জি বাংলা; আর যৌবন মানে বলিউডের ছিঃনামা