নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহাজটা কি হুদাই ডুবছে, নাকি ডুবানো হইছে। আমার সন্দেহটা খুব বেশি জোরালো। সমুদ্র জয়ের কারণে এখানে বড় রকমের ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে লয়!
সুন্দরবন খাড়া আছে বইল্যা সিডর আমগো কম ক্ষতি করছে। আইলা থেকে আমরা বাঁচছি। শতকের পর শতক ধরে এ বন বাঁচাচ্ছে ভাটি-বাংলা।
ফারাক্কার বাঁধ; ডুবে থাকা তালপট্টির বেহাত হওয়া- সমুদ্র সম্পদ আহরণ আর ড্রোন নামানোর কথা পুরনো।
এ সব পুরনো কথা নতুন করে স্মরণ করতে অইতাছে তেলবাহি ‘ওটি সাউদার্ন স্টার সেভেন’র তেল লইয়া ডুবে যাইবার কারণে।
সুন্দরবন এ ক্ষতি কবে পোষাইবো জানি না। জানি কেবল তদন্ত, উদ্ধার আর খবর লইয়া নানান রকমের আলাপে কেটে যাবে সময়। তারপর সব ভুলে যাবো আর সুন্দরবনের উপ্রে ভসরা কইরা থাকা ৫ লাখ বা তারো বেশি মানুষের জীবিকা সঙ্কটে পড়বে।
আর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন- কী হবে। হুমম।
১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
মোরতাজা বলেছেন: হুমমম !
২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩
জনাব মাহাবুব বলেছেন: ষড়যন্ত্রের গন্ধ পাইতাছি
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭
মোরতাজা বলেছেন: তদন্ত কমিটির রিপুরর্টের কাম শুরুর অইছে মনে লয়!
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
সুমন কর বলেছেন: হুমম।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭
মোরতাজা বলেছেন: হুমম
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
জ্যানাস বলেছেন: ভাই তেল দিতে দিতে আমরা এখন বন কেও তেল দিচ্ছি।
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭
মোরতাজা বলেছেন: এটা নিয়ে ভাই, ফান চলে না। মনটা ভীষণ খ্রাপ!
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭
এনামুল রেজা বলেছেন: ভাবলেই মাথানষ্ট লাগতাসে ভাই..