নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিকাল সাড়ে তিনটায় একটা শিশু পড়ে গেছে কুপে। এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। অক্সিজেন দেয়া হচ্ছে। খিলগাঁয়ের একটি কলোনিতে চারশ ফুট নিচে পড়ে গেছে শিশুটি। বিকালে খেলার সময় শিশুটি গর্তে পড়ে যায়। এ রকম একটা কূপ বছরের পর বছর থাকলেও এর ঢাকনা লাগেনি। ১৪ ইঞ্চি ব্যাসার্ধের এ কূপের ভেতর ছটফট করা শিশুটির কথা ভেবে মনটা খুবই খারাপ করছে। আশার কথা ফায়ার বিগ্রেড শিশু জিয়ার উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯
মোরতাজা বলেছেন: বস চারশ ফুট!
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
খেলাঘর বলেছেন:
স্যরি, ভুল হয়ে গেছে।
৪০০ ফুটও বিরাট ব্যাপার, যদি ব্যাসার্ধ মাত্র ১৪ ইন্চি হয়।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৫
মোরতাজা বলেছেন: এখন আবার কইতাছে ৬০০ ফুট!
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৮
খেলাঘর বলেছেন:
৪০০ গজ হলে ফায়ার ব্রিগেড কিছুই করতে পারবে না।
হয়, রশি দিয়ে ১ জনকে নামাতে হবে, বা পাশ দিয়ে দ্রত কুপ খনন করতে হবে; পাশ দিয়ে কুপ করতে হলে জাপানীদের ডাকা দরকার এখুনি।