নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা মানতে কেনো যে কষ্ট-সব কিছু তাঁরই জন্য। তিনিই সব কিছুর মালিক এবং তার হাতেই আমার আপনার সব। তারপরেও ভুলে থাকি কেনো। ভুলে যাই কেনো। কেনো ব্যাঙ্কের ভল্টে ভরে রাখি টাকায়-ফিক্সড ডিপোজিটের নামে জমিয়ে রাখি কড়ি।ভবিষ্যতের কথা ভেবে। সঞ্চয়পত্র কিনি। অথচ এই ভবিষ্যতকে আমি নিয়ন্ত্রন করতে পারি না। যার নিয়ন্ত্রন আমার হাতে নাই। তাকে নিয়ে এত ভাবনা কেনো রে ভাই।
০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯
মোরতাজা বলেছেন: তাইতো রে ভাই! আইছি একা যামু একা। কিচ্ছু নিবার পারমু না।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০
বেদুইন জাহিদ বলেছেন: কথা সত্য । তবে তাঁরই নির্দেশ আছে জীবিকার জন্য জমিনে ছড়িয়ে পড়ার।
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৬
মোরতাজা বলেছেন: ঠিক । আমি সেটি অমান্য করছি না। করতে বলছিও না। কিন্তু ব্যাংকে ৯ শতাংশ সুদের আশায় টাকা জমিয়ে রাখার বিপেক্ষ আমি।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
নিলু বলেছেন: তাহলে কি এসেছি খালি হাতে যাবও খালি হাতে ?