নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ইজ্জত মারঅইন্না মামলায় গ্রেপ্তার ইটিভি চেয়ারমান সালাম

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩

এক্কেরে ইজ্জত মারঅইন্না মামলায় গ্রেপ্তার ইটিভি চেয়ারমান সালাম কাগু। আহারে। বিম্পি আমলে আদালতের নিদ্দেশে ইটিভি বন্ধ করণের পর আম্লীগ ও তাদের স্বপ্রণোদিত উচ্ছিষ্ঠভোগি কলন্দাজদের কান্দায় বঙ্গদেশে আকাশ বাতাস ভারি অই গেছিলো। এখন কারো আবাজ পাওয়া যাইছে না। খুবই কষ্টের কতা।



তাও বেচারারে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করছে পুলিশ। গত বচ্ছরের মামলায় নতুন বচ্ছরে গ্রেপ্তার। কী অ্যাকশন-। সেই রকম। এখন অবশ্য কলনান্দাজগো লগে ডান্ডান্দাজও যোগ অইছে। তয় তাগো কলমের আগায় কালি নাই। ডান্ডায় খালি ফু ফু আবাজ। ভিতরে কতা ডুকতাছে না।



বিম্পি জোটের সময় সম্বাদিক ও সম্বাদ মাইধ্যম হয়রানির বয়ান গত রাইতে বিটিভির সুবাদে শুইনতে পাইরালাম। জাইনতে পাইরলাম সম্বাদিক ও সম্বাদ মাইধ্যম ইতিহাসের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগাইতাছে। কী দারুণ সম্বাটা মনে ভিত্রে লইয়া রাইতে ঘুমাইতে গেলাম। সক্কাল বেলা ঘুম ভাইঙ্গা দেইখলাম কাগু সালাম এরেস্ট। রাইতেই হুনছিলাম ইটিভি সম্প্রচার অয় কিন্তু টিভি দেখন যায় না।





সালাম কাগু বিরুদ্ধে নাকি মামলা অইছে নভেম্বরে। এদ্দিন ত্যানারে গ্রেপ্তারের সময় পায় নাই। সংবাদ মাইধ্যমের স্বাধীনতার দৃঢ় ঘোষনা আইসবার পর তারে গ্রেপ্তার কইরা দুর্মুখের সক্কার বাহাদুরের দুর্নাম করাইবার চায়। তাগো উদ্দেশ্য লইয়া মনে প্রশ্ন জাগে। সক্কার বিরোধি ষড়যন্ত্র মাইনা নেওন যায় না!





নোট:১: আম্লীগ একখানা জনপ্রিয় দৈনিক আমার দেশ, একখানা টিবি ছ্যানেল ওয়ান, আরেকখাকান ভিন্নমতী টিভি দিগন্ত এবং ইসলামিক টিভি বন্ধ কইরা দিছে। খালি গত বচ্ছরই বন্ধ অইছে দুইখানা জাতীয় দৈনিক। এখানা জাতীয় সপ্তাহিক। বাজারে বেকার সম্বাদিকের সংখ্যা পাঁশতাধিক।



নোট:২: বঙ্গদেশে পর্নোগ্রাফির জনক সুমন দ্যাশে নাই। নাকি আছে জানি না। রোকন ভাইয়ের খবর নাই। ভাই কইলাম উনি আবার শিক্ষা শান্তি প্রগতির সংগঠনের নেতা ছিলেন বইলা।



নোট:৩: কেউ যদি এরকম অপরাধ করে; তার শাস্তি অবশ্যই হইতেই হইবে। আগের শাস্তি অয় নাই বইল্লা নতুন করে অপরাধ বাড়ছে। সুতরাং সালাম কাগু অপরাধী অইলে তারে কোনোভাবেই ছাড় দেওন যাইবো না। ভিত্রে ভিত্রে মিনিমাইজ করন ঠিক অইবো না।



নোট:৪: দয়া কইরা টিভি চ্যানেলের কর্মীগো জীবিকার উপ্রে হামলা কইরেন না। সালামরে আফণার ঘটনা সইত্য অইলে আন্ডা দ্যান, ইলেকাট্রটি শক দ্যান, নইলে সংসদ ভবনের লেকে লইয়া চুবান। কিন্তু সম্বাদিক গো চাকরি বিপন্ন কইরেন না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

ঢাকাবাসী বলেছেন: কোন গনতান্ত্রিক দেশে বাস করছি?

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

মোরতাজা বলেছেন: ক্যান ? এ প্রশ্ন ক্যান।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

অবাক ভালবাসা বলেছেন: :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

মোরতাজা বলেছেন: ;)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

আহলান বলেছেন: ভালো কিছু শিখছে না এই জাতী ....

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

মোরতাজা বলেছেন: :(

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

মোগল সম্রাট বলেছেন: পর্ণ ছবির পরিচালক হিসাবে মামলা হইসে?

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

মোরতাজা বলেছেন: পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি (নম্বর ১৪) দায়ের করেন কানিজ ফাতেমা নামের এক মহিলা।

- See more at: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.