নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতিকদের নষ্টামীর কবলে পড়ে দেশের এত মানুষ-মরে,পুড়ে,গুম,নিঁখোজ হয়ে শশ্মান- কব্বর হয়ে গেলো; তার জন্য শোক নাই।
ক্ষমতা আকডে থাকা আর আরোহনের জন্য মানুষের রক্ত চুষে নেবার লড়াইয়ে কোনো মানব সন্তানের প্রতি রাজনীতিকদের সহানুভূমি দেখানোর ফুরস নাই। সেখানে সৌদি বাশ্শার জন্য শোক। আহারে পীরিত।
সৌদি বাশ্শার জন্য আইজকা শোক। একটা দেশের সরকার সে দেশের মানুষকে কতটা মানবিক ভাবে বিবেচনা করে তা বোঝার জন্য আর কোনা উদাহরণের দরকার পডেনা।
আমাদের বঙ্গ সন্তানদের জীবন যে মুল্যহীন; তা এতটা আঙুল দিয়ে না দেখালেও হতো।
২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
মোরতাজা বলেছেন: ইতিহাস আমরা ভুলে থাকি;আবার মনেও রাখি- নিজের স্বার্থমত! হুমমম।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১
কাজী রায়হান বলেছেন: অথচ এই দেশটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি । দেশ স্বাধীন হবার পরেও তারা আমাদের স্বীকৃতি দেয়নি । বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দেশের মানুষ ভারাক্রান্ত তখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।