নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরীক্ষা লইয়া রাজনীতির খেলাটা জইমা উঠছে। সেই রকম। ঘটনা অইলো - বিশ্বকাপ ক্রিকেট-ফুটবল খেলা দেইখবার জইন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি অনার্স পরীক্ষা পিছানো যায় ! শপিং নির্বিঘ্ন কইরতে রাজধাণীতে স্কুল এক মাসের জইন্য স্কুল ছুটি দেওন যায় । সেখানে রাজনৈতিক অস্থিরতায় পরীক্ষা নেওন লইয়া মাস্সুম পুলাপাইনরে নিয়া দারুণ খেলা জমাইছে নাহিদ দাদু। উনাদের রাজ-নীতি আমাদের মত আমলোকদের কী কামে আইতেছে সেইটা উপলব্ধি করবার হুঁশ কারো নাই! হুমমম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
মোরতাজা বলেছেন: সেইডাই ভাবনার বিশয়
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
খেলাঘর বলেছেন:
বিভিন্ন সময়ে পরীক্ষা ঠিক সময়ে, সঠিকভাবে না নেয়াতে দেশে বহু বেকুবের সৃস্টি হয়েছে।
কোন পরীক্ষা পেছানোর দরকার নেই, ছেলেমেয়েদের প্রতি পরিবার থেকে ৫ জন করে ৭৫ লাখ মানুষ ছেলেমেয়েদের পাহারা দেবে; তখন রাজাকারদের মায়ের দল বোমা মারতে পারবে না
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭
মোরতাজা বলেছেন: ফরমুলাডা খ্রাপ না। তয় ইমপলিমেন্ট করাডা মুশকিল।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯
হাসান মাহবুব বলেছেন: বিরোধী দলের হরতাল, সরকারী দলের বাম্পার রেজাল্ট প্রদান... এই প্রজন্মের ঠাঁই হবে কোথায়?