নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরটা শুনে শকড হলাম- মনির ভাই এরেস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি। ২০০১ সালের দিকে তার সাথে পরিচয়।
ছাত্রদলের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনে তাকে অন্যতম উদ্যোক্তা হিসাবে জানি। ব্যাক্তিগতভাবে তাকে পছণ্দ করি। তার সাথে সম্পর্কটাও ছিল ব্যাক্তিগত পর্যায়ে।
এমনকি ছাত্র রাজনীতি থেকে দূরে সরে ব্যবসায় মনোনিবেশ করার পরেও যোগাযোগ ছিল। যে সব তার তার গ্রুপের ছেলেরা নিজেদের নিয়ে ব্যস্ত সে সময়ও মনির ভাইয়ের সাথে কথা হতো।
১/১১ এর সময় দলের সাথে অভিমানের প্রকাশ ঘটিয়ে মান্নান ভূইয়ার সাথে ছিলেন; সেটি কাটিয়ে সম্প্রতি বেশ সপ্রতিভ হয়ে ওঠেন।
মনির ভাইয়ের বক্তৃতা আর আন্তরিকতার কথা যে কেউ জেনে থাকবেন; যারা অন্তত ঢাকা ইউনিভার্সিটির চৌহদ্দি মাড়িয়েছেন। চিন্তায়ও অগ্রসর ছিলেন- প্রথাগত ছাত্র রাজনীতি নিয়ে তারা ভিন্ন মত ছিল। শিক্ষার্থীদের শিক্ষার টেবিলে রাখার জন্য কিছু পরিকল্পনাও ঠিক করেছিলেন। তবে সে সব বাস্তবায়নে সাংগঠনিক উদ্যোগ নেবার আগেই দল থেকে অভ্যন্তরীণ কোন্দলে ছিটকে পড়েন।
সম্প্রতি কথা বলছিলেন-গণমাধ্যমে। তাকে টক শো থেকে ফেরার পথে রবিবার রাতে ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজন আটক করেছে বলে খবরে জানলাম। আসলেই খ্রাপ লাগছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
মোরতাজা বলেছেন: লন্ডন থেকে ফোনে লাইন বন্ধ করে দিলেই অইলো। তয় এটা প্রঅয নিশ্চিত মনির ভাইয়ের কাছে লন্ড থেকে ফোন আইবো না। কারণ সে লন্ডমুখি লোক না বলেই জানি!
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
ফাহিমুল ইসলাম বলেছেন:
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
মোরতাজা বলেছেন:
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২
কালের সময় বলেছেন: হুম রাজনীতিতে নাই ভাই তাই কিছু বুঝি না
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
মোরতাজা বলেছেন: খুব ভালো আছেন। আজাইরা রাজনীতি বুইঝা কোনো লাভ নাই।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' একদিন ঝড় থেমে যাবে ,
পৃথিবী আবার শান্ত হবে ।''
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
মোরতাজা বলেছেন: তবে তাই হোক
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭
রামন বলেছেন:
ফালু এখন ইন্টারগেশন সেলে। শীগ্রই এন টিভির খবরে প্রকাশ করা হবে ফালু কি পরিমান টাকা টোকাইদের পিছনে ঢেলেছে, পেট্রোল বোমা মারার জন্য।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭
যোগী বলেছেন:
সরকার এত দিন খালেদা থেকে শুরু করে অনেকের ফোনে আড়িপেতেছে, এখন সেই প্রমান নিয়ে অনেককে গ্রেফতার করছে।
যাদের ফোনে আড়িপেতেছে তাদের অধিকাংশ ফোনই নাকি এসেছে লন্ডন থেকে।