নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ভাষা দিবসে আহ উহ করে 'চেতনা' প্রকাশ করতে পারছিনা-

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের পরিবারের খোঁজ-খবর নাই।

ভাষা মতিনের মত লোকেরা রাষ্ট্রীয় সম্মান পান না; যাদের সংগ্রাম আমাদের মাথা উঁচু করেছে তাদেরই সম্মান জানাতে পারিনা।

পাহাডিদের ভাষার স্বীকৃতি দিতে পারিনা; বাঙলা ভাষায় উচ্চ শিক্ষা নিতে পারিনা।

বাঙলা গান ; বাঙলা নাটক; বাঙলা চলচ্চিত্র এখন প্রান্তিক।

এত সব 'না' এর ভেতর দাঁডিয়ে- সায়েবি কেতায় ভাষা দিবসে আহ উহ করে 'চেতনা' প্রকাশ করতে পারছিনা-

এ অক্ষমতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:

উর্দু ভাষা দিবস চালু করবো?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

মোরতাজা বলেছেন: আপনার যদি প্রিয় ভাষা তাই হয় ;)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

ঢাকাবাসী বলেছেন: একধরণের উৎসব হয়ে গেছে সেখানে নাকি লোকে বদনা কিনতে যায়! দেখেছি রাস্তাঘাটে অর্ধেকের বেশী মানুষ বাংলা বলতে লিখতে জানেনা। সরকারী ছুটি ছাড়া আর কোন কিছুই আছে বলে মনে হয়না!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

মোরতাজা বলেছেন: আর বইলেন না; ঢাকাবাসী; সবাই রাঝনৈতিক ভাবনা লইয়া আছে। :(

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

আমিজমিদার বলেছেন: আহ উহ কৈরা চেতনা প্রকাশ করে #:-S #:-S #:-S

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

মোরতাজা বলেছেন: আহ গেলো গেলো; জাত গেলো। উহ বরকত জব্বার রা গুলি খাইয়া শহীদ অইলো!

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

কলাবাগান১ বলেছেন: উর্দু দিবস হলে এনাদের আর গায়ে লাগত না.....। এনাদের ক্ষোভ টা কোথায় সেটা না বললেও বুঝা যায়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

মোরতাজা বলেছেন: গাছের আগায় পানি না ঢেলে গোড়ায় ঢালুন কাজে লাগবে ; জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.