নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

স্পর্শিয়া-অনিকেতের আলাপ- ৫::আজকে যে লঞ্চ ডুবে এত মানুষ মারা গেলো; শুনছ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

মানুষের 'জীবনের' নিরাপত্তা দেবার দায়িত্ব কার? -স্পর্শিয়া জিজ্ঞেস করে।

ক্যানো- আল্লাহর- অনিকেতের উত্তর।

-তাহলে সরকার; সংবিধান এ গুলো।

- এ গুলো মহান; রাজনৈতিক সুবিধা অনুযায়ী ব্যবহৃত হয়!

- 'ব্যবহৃত' শব্দটা খারাপ ।

-তাহলে কি 'ইউজ' বলবো!

-আহা ভাষার মাসে ইংরেজি কইও না।



-আচ্ছা আজকে যে লঞ্চ ডুবে এত মানুষ মারা গেলো; শুনছ? প্রশ্ন করে স্পর্শিয়া

-হুমমম শুনছি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ জন। - অনিকেত বলে।

-আচ্ছা এ যে প্রতি বছর লঞ্চ ডুবে শত শত মানুষ মারা যায় ; এটার জন্য সরকার কি করছে।

-ক্যান তদন্ত কমিটি। এমভি রস্তুমরে পালছে। এইখানে একজন মন্ত্রী, একজন সচিব আরো অনেকের চাকরী হইছে। আর কি।

-এটাই কি সরকারের দায়িত্ব।

-হু; সরকার তো আরো অনেক দায়িত্ব পালন করছে।

-কি দায়িত্ব? বলো তো। এই যে মানুষ মরলে এক/দুইলাখ করে ট্যাকা দেয়। গত নির্বাচনে মানুষের ভালো রেট উঠছিলো; নির্বাচনে ডিউটি করতে গিয়ে মারা গেলে ৫ লাখ টাকা।



- স্পর্শিয়া; আমরা এ কোন দেশে বসবাস করছি।

-ক্যান; দেশের নামই ভুইলা যাচ্ছ!

- এ দেশটার জন্যই কি আমাদের তিরিশ লাখ মানূষ শহিদ হয়েছেন।

-আস্তে বলো; কেউ শুনলে নিশ্চিত 'রাজাকার' সিল মেরে দিবে।

-হুমমম; আমি তো শুধু আম্লীগের কথা বলছি না। সব সরকারই তো ক্ষতি পূরণ দ্যায়।সে আম্লীগ হোক আর বিম্পি জমাত জোট হোক।



-এখন তো মানুষ ট্যাকাও চায় না। কয় শুধু লাশটা দ্যান! রানা প্লাজা ধ্বসের পর শুনোনি 'শুধু লাশটা দ্যান' বইলা বুক চাপড়াইছে মানুষ।

-তারপরেও তো সরকার তাদের 'ক্ষতিপূরণ' দিছে। সরকারের এ মহান দিকটা তোমার চোখে পড়ে না।

-পড়ে; কিন্তু জানের মূল্য কি টাকা দিয়া হয়।

- সেটা একটা প্রশ্ন; এটাকে সুশীল প্রশ্ন বলা চলে!



- মানুষ খুন করার জন্য কারো শান্তি হয়না।

- এটা কেনো হয়;

-এত্ত মানুষ; কার খবর কে নেবে! কও!

-আল্লাহর মাল আল্লাহর মাল আল্লাহ লইয়া যাইতাছে।

-তাই বলে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে না!

-থাকবে; এটা তোমাকে কে বলেছে। সব কিছু থাকতে নেই।

-ঠিক বলেছো; সব থাকলে আগে যে ছিল না তা জনগণ কীভাবে বুঝবে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


প্রলাপ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

মোরতাজা বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.