নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগেই কইছি এত বেশি ওদের আনা ঠিক না। এখন বুজো ঠেলা। দীপিকার দেখনের জন্য মিস কলেই লাইন। কল করণ দরকার অইবো না। গেরামিন ফোন কই। তারা একবার মিস কলের বিরুদ্ধে বিজ্ঞাপন দিছিলো। আপেল পোকায় কাটা আর মিসকল একই কথা। সে সময় মানুষ তো বিপদে মিসড কল দিতো। কলরেট আছিলো ৬ ট্যাকা ৯০ হুঁইসা।
এখন ২৫ হুইসার যুগেও মানুষ মিসড কল দিবো- এইডা অইতে পারে না।
কেউ মিসড কলের বিরুদ্ধেও কইতাছে না। কারণ কি ফরমালিন! আপেলে আর পোকা ধরে না। অইতে পারে।
এখন দীপিকার জন্য লাক্স মিসড কলের মাধ্যমে সাক্ষাতের তরিকার বাতাচ্ছে। ইনডিয়ার নায়িকাদের এমুন মূল্যহ্রাস। আহারে। মনে বড় ব্যাতা লাগছে। তাদের কম কম আনলে এমুন অবস্থা অইতো নারে ফাগল।
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৭
মোরতাজা বলেছেন: হ জনাব
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯
বিলোয় বলেছেন: হক কথা