নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ আশরাফ সাহেব যদি সত্য বলে থাকেন এবং প্রথম আলো যদি সত্য লিখে থাকে- তাহলে কিছু ভুল তার বক্তব্যে ছিল। একই সাথে তার কিছু কথা চরম সত্য ---
১. আম্রিকারা সপ্তম নৌ-বহর প্রেরণে ভয় পায়নি- জন্ম হতে চলা বাংলাদেশের লড়াকু মানুষ। নট ভারত।
(সৈয়দ সাহেবের বক্তব্য সপ্তম নৌ-বহরকে ভয় পায়নি ভারত, বাংলাদেশ।)
২. বাংলাদেশে টিভি চ্যানেলের সংখ্যা ২২ টি। আর এ সব টিভি চ্যানেলের প্রায় সবগুলোই আম্লীগের দেয়া। বাকি যে গুলো বিম্পি সেগুলোরও লিঙ্গান্তর ঘটেছে। সব কিছু তো নিয়ন্ত্রণ করছেন সরকার, না করলেও এ সব টিভি চ্যানেলের স্বপ্রণোদিত আম্লীগাররা করছেন- তারা এ জায়গায় নজর দিচ্ছেন না কেনো। আশা করি এখন দেবেন ।
(সৈয়দ আশরাফ বলেছেন দেশে ৫০ টি টিভি চ্যানেল হুমড়ি খেয়ে পড়ে; মনে হয় তারাই ত্রানকর্তা। )
৩. সৈয়দ সাহেবের সাথে আমিও একমত এখানে যে সব বিদেশি কম্মকর্তারা আসেন তারা সবাই নিঁচু লেবেলের। তারা এদের ইগনোর করতে পারছেন- এটাকে আমি প্রশংসার চোখে দেখি।আমিও মনে করি এ সব চুতিয়াদের ইগনোর করা উচিৎ।
৪. (সৈয়দ সাহেব বলেছেন, পরিবেশ না থাকায় বর্তমানে টক শোতে পণ্ডিত ব্যক্তিরা আসেন না। আর পণ্ডিত ব্যক্তিরা না আসায় অন্যদের নিয়ে এসে শূন্যতা পূরণ করে টিভিগুলো। এতে টেলিভিশনের মানও কমছে। পরিবেশ সৃষ্টি করলে অনেকেই টক শোতে আসবেন। সংবাদও আগের মতো হয় না। হয় খবরের অভাব, না হয় সঠিক খবরটা উপস্থাপন করা হয় না। )
তার এ বক্তব্যও সঠিক। কারণ টিভি চ্যানেল গুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়ায় আম্লীগের ভক্ত-প্রাণরা এখন ফেসবুক ও ব্লগে দালালি করে যাচ্ছে। কী দারুণ দেখতে। আহা।
আমার কথা হলো- কী কারণে এ রকম অযোগ্য অথর্ব লোকদের টিভি চ্যানেলে ডাকা হয় এবং এদের বেগর বেগর কান পুড়িয়ে দেয়া হয়। তার একটা অনুসন্ধান করে শাস্তি নিশ্চিত অথবা ময়লার প্যাকেটের সাথে চালান করে দেওন দরকার।
আমি সৈয়দ সাহেব বলি- বড় ভাই দেশে বিটিভিই যথেষ্ঠ। কোনো টিভি চ্যানেলে দরকার নাই। অথনৈতিক কারণে আরো বেশি। কারণ বছরে ১৪০ মিলিয়ন ডলার টাকা বিদেশ চলে যাচ্ছে এ সব টিভি চ্যানেলের সার্ভার ভাড়া বাবত। বাট এটা সরকারের কোনো কাজে লাগে না মানে আদতে এটার কোনে কাম নাই।
আর মানহীন টিভি চ্যানেল বাজারে আসার কারণ দালাল। ভাই দালালে ভইরা গেছে দল। দলটা দালাল মুক্ত করেন। জয় বাংলা।
১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
বিষক্ষয় বলেছেন: কারণ টিভি চ্যানেল গুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়ায় আম্লীগের ভক্ত-প্রাণরা এখন ফেসবুক ও ব্লগে দালালি করে যাচ্ছে।