নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলা তো খেলাই। ইনডিয়া কি আর ইংল্যান্ড কি। ইনডিয়ার কাছে জিতলে মন ভালো হবে আর অন্যের কাছে জিতলে হবে না তাতো না। অনেকের ভাবখানা এমুন যেনো- খেলা না ইনডিয়া দখলের কইরা ফালাইবো। আহা কি রঙ্গ- খেলা দেখবার জন্য 'লেইস' চিপস লইয়া বইবো। খাইবো পেপসি-কোক। আর মুখে কইবো ইনডিয়া বধ। আগে নিজের দেশের সব কিছু ভালেবাসো- সংস্কৃতি-জীবন-পণ্য-সেবা-মনন-মেধা-ক্রিড়া-নৈপুন্য। তারপর ফালাও সম্মোহনকারী বন্ধুরা।
১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৮
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সবাই বোম্বে সুইটস, প্রাণ, সান, পারফেট্টির চিপস খান। তাও ভাই লেইস খায়েন না। মোজো , ইউরো কোলা, আর সি কোলা খান। পেপসি খাইয়েন না।