![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাপক নিরাপদে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলো লাঠিয়ালরা লীগ। দুর্দান্ত। তাদের দলীয় প্রধান আগেই বলে রেখেছেন সাধারণ মানুষ যেনো খালেদা জিয়ার কাছে মানুষ পুড়িয়ে হত্যার জবাব চান। কিন্তু অসাধারণ মানুষরা হাত থাকতে মুখে কথা ক্যান তরিকায়--- তাই হামলে পড়েছিলেন খালেদার গাড়ির বহরে। আজ সোমবার কাওরান বাজারে এই ঘটনা ঘটে বলে খবরে দেখতাছি।
এর মাধ্যমে, দুটো বার্তা পওয়া গেলো---১--লাঠিয়াল লীগের চরিত্র বদলায়নি।
---২--- কথা নয়; শক্তিতে জবাব ।
নিন্দুকরা বলছে--- এটা করে বৈশাখী লাঞ্ছনার ঘটনার মোড় ঘুরিয়ে দিতে চাইছে লাঠি লীগ।
অভিনন্দন। লাঠিয়াল লীগ।
২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
মোরতাজা বলেছেন: মগদের এখন নিরীহ মনে লইতাছে।
২| ২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
রঙতুলি বলেছেন: এই বেজন্মা সারমেয় দের নেত্রি র মুখ আর এদের চরিত্র এক শ্রেনীর
এদের কাছে আর কি আশা করা জায়
টি এস সি র ঘটনার মাথার ঘায়ে কুত্তা পাগল হইছে।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০২
মোরতাজা বলেছেন: ওইটা যদি এইটা দিয়া ঢাইকা দেওন যায়! মন্দ কি!
৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৭
যোগী বলেছেন:
ভালো খবর, মানুষ এখন খালেদা জিয়াকে জুতা পেটা করা শুরু করেছে।
এই বদ মহিলা যেমনি কয়দিন আগে নিরীহ মানুষ পুড়িয়ে মেরেছে আজ তার ফল পাচ্ছে।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০২
মোরতাজা বলেছেন: জুতা না বস লাঠি!
৪| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪
মোহামমদ অাবুল বাশার বলেছেন: খালেদা জিয়া এতোদিন কাঁটা তারের মাঝখানে থেকে মানুষ পোঁড়ানোর রাজনীতি করেছেন এখন তাঁকে হালকা পাতলা একটু ঝাঁকি মারছে তাতে মাইনড করার কি আছে তাঁর পিয় পেটরল বোমাতো মারে নাই !
২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২
মোরতাজা বলেছেন: !
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মগের মুল্লুক আক্ষরিক অর্থে দেখতে পারছেন কি?