নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই সব
আম্লীগ অত্যন্ত গণতন্ত্র-বান্ধব দল। আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্যতারা এতগুলোর বছর ব্যয় করেছে--- নিশ্চয় আপনাদের সেটা মনে রাখতে হবে।
ভাই সব ---দেশের উন্নয়ন -নেতৃত্ব দেবার জন্য আমরা তাদের বেছে নিয়েছি।
তাই তাদের দলের পেশি শক্তির ব্যবহার; ক্ষমতার অপপ্রয়োগ সহ যে সব কথা-লেখা তাদের বিরুদ্ধে যায়---এমন আলোকপাত গণতন্ত্র, দেশের স্থিতি -উন্নয়ন বিরোধী । মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী।
তাই আসেন---নিজের চরকায় তেল দিই।
তারপরেও সরকার যেহেতু এখনো নাগরিকত্ব রেখেছে---তার দাবি নিয়ে বলছি---এ সব ফালতু নির্বাচন করে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের কোনো মানে হয় না।
যে যেখানে থাকুন নিরাপদে থাকুন। স্রষ্টার দরবারে দুর্বলের এ আকুতি থাকলো।
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৪
মোরতাজা বলেছেন: হ ; ঠকি কইছেন--
২| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৪
সাগরের হাসি বলেছেন: কোন কোন সুশীল যেন বলেছিল ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির রাজনৈতিক ভুল ছিল? আজকের নির্বাচনের পরও কি এরা একই কথা বলবে??????? জীবনে এদের লজ্জা হবে না।
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬
মোরতাজা বলেছেন: সবার লজ্জা থাকতে নাই রে ভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩
বাগসবানি বলেছেন: একটা এক্সট্রা ছুটি পাইছেন, ঐটাকে কাজে লাগান। পরিবারকে সময় দিন। গণতন্ত্রের কথা ভুলে যান। মনে করেন, আপনার জীবদ্দশায় ঐটা অমাবশ্যার চাদ।