নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিম্পি ---- কেন্দ্রে পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেনি।
----সিইসি রকিবের মত একজন অসাধারণ সিইসিকে সরাতে প্রয়োজনীয় চাপ তৈরি করতে পারেনি।
---------নারী কর্মীদের মারধর, টাকা বিলানোর ঘটনা সাজিয়ে নারী প্রার্থীর কন্যাকে পুলিশে ধরে নেবার প্রতিবাদ করতে পারেনি।
এ রকম আরো অনেক পারেনি আছে।
০০০০০০ পেছনে ফিরে দেখলে--
সিইসি আজিজকে আম্লীগ অবরুদ্ধ করেছিল। তাকে সরাতে বাধ্য করেছিল।
নির্বাচনে অনিয়ম হতে পারে অন্ধকার বাক্সে--- তাই স্বচ্ছ বাক্স বানাতে সক্ষম হয়েছিল।
আইড কার্ড বানাতে সরকাররে ওপর চাপ দিয়ে সফল হতে পেরেছিলো।
তাদের নারীকর্মীদের ওপর হামলার ঘটনায় সারা দুনিয়াজুড়ে তোলপাড় করতে পেরেছিলো।
অনুসিদ্ধান্ত:: রাজনীতি শেখো তারপর করো।
৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১
মোরতাজা বলেছেন: সহমত
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৭
টি এম মাজাহর বলেছেন: দল হিসেবে বিএনপি র অবস্থা এখন হিজড়াদের দলের চেয়েও খারাপ। আর কত ..দন খেলে ওরা এসি রুম থেকে বের হবে কে জানে ?
এক মাস ইলেকশন নিয়া লাফায়সে ভালো কথা, ইলেকশন বর্জন করেছে তাও ঠিক আছে, তিন দিন পরও এখনও কোন কর্মসূচি দিতে পারলো না! সবগুলান এসি রুমে হাওয়া খাইতাছে। এলেকশনের জন্য কষ্ট করছে না! মাঝখান দিয়ে প্রার্থীদের কয়েক কোটি টাকা অপচয়।
৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২
মোরতাজা বলেছেন: হুমমম।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১
মোহামমদ অাবুল বাশার বলেছেন: সহমত