নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বিচ্ছন্ন ঘটনা' নিয়ে সরকার বাহাদুরকে বিব্রত করবেন না। উনাদের হাতে অনেক কাজ ।
যৌন নিপীড়ন, ধর্ষণ, সীমান্তে মানুষ হত্যা, নৌকার করে মানুষের দেশ ছেড়ে যাওয়া---ধানের সঠিক মুল্য কিম্বা দ্রব্যমুল্য উর্ধ গতির মত ছোট খাটো কাজ নিয়ে সরকারকে বিরক্ত করবেন না।
সরকার বাহাদুরের বড় কাজ করতে দিন ।
উনারা তো আমার আপনার সুখের জন্য তাদের জীবন যৌবন সুখ আহ্লাদ বিসরজন দিয়ে চলেছেন ।
উনাদের কষ্টের কথা ভাবেন --দিন নাই রাত নাই কী অমানবিক পরিশ্রম করে যাচ্ছেন।
স্বপ্ন দেখেন দেশ মধ্য আয়ের উপাধি পাবে। আসেন স্বপ্নের আনন্দে সব ভুলে থাকি । সরকার বাহাদুরের হাতকে শক্তশালী করি ।
সান্ত্বনা নিন--- অবস্থা এর চে খারাপ হতে পারতে! হয়না তার জন্য শোকর গুজার করুন ।
২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৪
মোরতাজা বলেছেন: এটা স্যাটায়ার। মাথার উপ্রে দিয়াই যাওনরে কতা!
২| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১:১২
রোদেলা বলেছেন: সশমত পো্ষন করছি।তাদের কে তাদের কাজ করতে দেওয়া হোক।
২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৫
মোরতাজা বলেছেন: সঠিক। উহারা কখনো মানবিক অইবে না!
৩| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১:১৩
রানার ব্লগ বলেছেন: বিরক্ত পুর সিস্টেমের উপর
২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৫
মোরতাজা বলেছেন: বিরুক্ত অইলে কি আর না অইলে কি! সবই বিচ্ছিন্ন ঘটনা!
৪| ২৪ শে মে, ২০১৫ দুপুর ২:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অতি উত্তম প্রস্তাব।
২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৬
মোরতাজা বলেছেন: জি জনাব! দুনিয়ার জীবন রঙ্গময় করছে সরকার বাহাদুর।
৫| ২৫ শে মে, ২০১৫ সকাল ৮:৩১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জি জনাব! দুনিয়ার জীবন রঙ্গময় করছে সরকার বাহাদুর। সহমত।
২৫ শে মে, ২০১৫ দুপুর ১:৪৩
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১:০৮
আটলান্টিকের প্রবাল বলেছেন: মাথার ওপর দিয়া গেল। কেন সমালোচনা করব না?