নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নোয়াখালীতে কেনো রোহিঙ্গাদের নিতে হবে। তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে সেটি যে রকম সত্য; আবার এও তো সত্য সরকারে যারা যখনই থাকে, সরকারের বাইরে যারা থাকে-- দুপক্ষই তাদের ব্যবহার করে থাকে। যারা অপরাধ করবে এবং যাদের ঘিরে অপরাধ বাণিজ্য বিস্তৃত হবে তাদের যেখানেই শিফট করা হোক সেখানে আবার এ চক্র গড়ে তুলবে-- রাজনীীতর ছাতার নিচে অপরাধ করে পার পাওয়া মানুষেরা।
কক্সবাজা্র টু হাতিয়া । এটা অন্যায্য।
হাতিয়া দীপাঞ্চল। সেখানকার মানুষের জীবন- জীবিকা এমনিতেই হুমকরি মুখে। সেখানে নতুন অভিবাসিদের কোনোভাবেই সইবার ক্ষমতা তাদের নেই। তার উপর রোহিঙ্গাদের ঘিরে যে সব চক্র কাজ করে অপরাধ করে তারাও মাইগ্রেট করবে সেখানে। সরকারের নোয়াখালী বিদ্বেষ কি নোয়াখাইল্যাদের জঙ্গি, মানবপাচারকারী, মাদক ব্যবসায়ী হিসাবে নতুন বাণিজ্য কারখানা গড়তে এ উদ্যোগ। সেটাও ভাববার বিষয়!
২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:০৩
মোরতাজা বলেছেন:
২| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৯
অন্তর মাশঊদ বলেছেন:
২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:০৪
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৪
মোঃমোজাম হক বলেছেন: একদিন দেখা যাবে হাতিয়া হয়ে গিয়েছে রোহিঙ্গা রাজ্য