নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমঝোতার কমিটি আর যার কমিটিই হোক এই সব কমিটি ফমিটি না কইরা প্রেসক্লাবে জায়গায় একটা বহুতল ভবন বানায়া সম্বাদিকদের একটা করে দোকান বরাদ্দ করলে ভালো হয়। যারা সম্বাদিকতা করছেন কিন্তু বেতন পাচ্ছেন না। কিম্বা যারা কস্ট কাটিংয়ের নামে চাকুরচিু্যত হচ্ছেন তাদেরও একটা গতি হতো। রিক্রিয়েশনের জন্য একটা ফ্লোর থাকতে পারে। বাকি সব ভাড়াভুড়া দিয়া খাইলে দৈনিক প্রেসক্লাবের লোকদের আর কারো উপ্রে ডিপেন্ড করতে অইতো না।
যে দেশে শ চারেক সম্বাদিক বেকার, যে দেশের গণমা্ধ্যমে মাসের পর মাস বেতন অয় না, যে দেশে সম্বাদিক খুনের বিচার অয় না, যে দেশে কস্ট কাটিংয়ের নামে সম্বাদিকের চাকুরী যায়, যে দেশে বিপন্ন সম্বাদিকের জীবিকা, যেই দেশে সম্বাদিক নাম হুনলে মাইয়া বিয়া দিবার চায় না লোকে--- সেই দেশে কেলাব অইলো বিলাসিতা। বন্ধ করেন এ সব ।
©somewhere in net ltd.