নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো ঝলমলে মঞ্চে অ্যাঙ্কর
জীবনের সবচেয় গুরুত্বপূর্ণ দিন তার আজ---
শুরু করেন মাইক হাতে
হ্যাঁ জনাব
সত্যি বলছি আপনাদের মিস কলে সাড়া দিয়ে তিনি এসেছেন
এসেছেন আপনাদের দরজায়
তার রূপোশ্বর্যে অবগাহন করুণ
বাথরুম নোংরা করার পর তা সাফ করতে ব্যবহার করুণ হারপিকে
হাত সাফ করতে ব্যবহার করুণ লাক্স --- ফিলিংস নিন
জি জনাবা তিনি এসেছেন
আপনাকে সাজাতে
আপনার রূপ মাধুর্য জাগাতে এবং আপনার প্রিয়জনে চোখে আগুন ঝরাতে
জি জনাব ; জি জনাবা
এখনো মনে করতে পারছেন না
তিনি? তিনি দীপিকা; আপনাদের স্বপ্নের রানি---
দীপিকা
এভাবেই জমতে থাকা মঞ্চে সাবানের স্খলনে লেফটে থাকা তোমার শরীর
সাগরে ভাসছে কিছু কুকুর--- মানুষ বল্লে ভুল হবে--- এ জনমে ওরা আর মানুষ হলো না
নৌকা সমৃদ্ধির কথা বলে---নৌকা সুখের কথা বলে --- নৌকা আপদ বিদায়ের কথা বলে
শালা শুয়র গুলো সেই নৌকাকে নষ্ট করলো
নৌকা করে পাড়ি জমালো বিদেশ
খপ্পরে পড়লো মানব পাচার কারীদের
শালা অমানুষ
খবরের কাগজে এতদ্দিন ওদের পঁচা হাজামাজা গন্ধ ভরা খবর পড়তে পড়তে অসহ্য
এখন একটু আরাম-- আরাম চাই
নিউজ এডিটর ডেকে বলে--- টিকিট মেলেছে বাছা
উদ্বৃত্ত থাকলে একপিস দিও আমায়। বলো দেবে তো আমায়!
সম্বাদিক ছোটে- ফটু সম্বাদিকও
ক্যারিয়ারে একটা অক্ষর যুক্ত হবে--- সোনালী। নাহলেও দোষ কী। বয়সকালে নাতি পুতিরে কাছে গল্প করা যাবে
নিউজ এডিটর ক্লান্ত
ছবিটা আরেকটু ভালো হতে পারতো; ডিসি না থ্রি সি দেই
মানুষ পড়বে
অসাধারণ---
বলি, মরি মরি
দীপিকা তােমায় স্বাগতম।
তোমার ছবি টাকা খরচ করে দেখলেও তোমাকে পেলাম মিস কলে।
আহা প্রিয়তমা!
৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৪
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৩
রোবায়দা বলেছেন: মিস কল....................... বাহ ভালো তো !!