নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের কি মাথা আউলা

০১ লা জুন, ২০১৫ সকাল ১১:১৩


ফেসবুকের ইনবক্সে ক'দিন ধইরা এডাল্ট ভিডু আসতাছে। ভাইবেরাদাররা এইসব আমারে পাঠায় কী লাভ। উহা আমি দেখিতে চাহি না। আবার একজন বলিল, ইহাতে কিলিক মারিলে অন্যদের কাছেও ছড়ায়া যাইবো। ইহা আমার জানা আছিলো না। হুুমম কেউ আমার থেকে এরকুম কিছু পাইলে দুঃখিত। তবে ফেসবুকের কি মাথা আউলা এ রকম ভিডুু তো ওরা স্ক্রণী করতে ফারে। নাকি বলেন টেকি ভাইয়েরা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৩৪

কানাই স্যার বলেছেন: ভাই পারে এজন্যে যে লিংক দিয়াছেন। আর এমন করবেন না। আপনি লিংকটা ডিলিট করেন দেখবেন সবার শেয়ার থেকেই ওই ভিডিও ডিলিট্ হয়ে যাবে। আপনার আর টেনশন লইতে হবে না। টেকি বুদ্ধির জন্যে ধন্যবাদ দিয়া খাটো করবেন না।

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.