নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

যৌন সন্ত্রাসী

১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৪

যৌন সন্ত্রাসীরা এত বে পরোয়া ক্যামনে । মাইক্রোবাসে গ্যাং রেপের পর খালার বাসায় বেড়াতে এসে রামপুরায় গৃহবধু গ্যাং রেপ :(
কে ব্যবস্থা নেবে? সেই পুলিশ ! যার কাছে তার সহকর্মীও নিরাপদ নয়। পুলিশ কর্মকর্তাও নারী কনস্টেবলকে রেপ করার খবর এখন প্রকাশিত।
তাহলে --- :(

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশে সঞ্চুরিয়ান মানিকের সংখ্যা গিনেস বুকে স্থান পাবে!

এক মানিক সরকারী চাকুরী করে
লক্ষ মানিক রেকর্ড গড়ে!!!!!!

দোষীরা যখন আইনের প্রশ্রয় পায়- পুরস্কার পায় তখন অপরাধ কমবে কিভাবে? জয়বাংলার বলেই কি পহেলা বৈশাখের ঘটনা থেমে যায়নি!??? তবে আর কার কাছে প্রশ্ন করেন????

বিষফুল দেখতে যতই সুন্দর হোক- পশুরাও তা খায় না!!! আমরাতো মাথায় করে রাখি ;)

১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মোরতাজা বলেছেন: '''বিষফুল দেখতে যতই সুন্দর হোক- পশুরাও তা খায় না!!! আমরাতো মাথায় করে রাখি''--- চ্রম সত্য!

২| ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:৫৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: হাসিনা যদি ক্ষমতায় থাকে, এরকম ঘটনা কেবল দেখে দেখেই হাহুতাশ করতে হবে, যতদিন না নিজের কোন আত্মীয় এরকম ঘটনার শিকার হয়।

১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

মোরতাজা বলেছেন: হুমমমম :(

৩| ১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: মানিকের সংখ্যা গিনেস বুকে স্থান পাবে!

১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

মোরতাজা বলেছেন: সেটি না হোক। সেই চেষ্টা করতে হবে-- সবাইকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.