নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ডার গার্ড সদস্য বিপ্লব গুলি খাইছে। নায়েক আবদুর রাজ্জাকরে ধইরা লইয়া গেছে। মায়ানমারের সীমান্ত রক্ষীরা আমাদের সীমান্ত রক্ষীদের যেখানে হয়রানি করছে সেখানে সীমান্তে বসত করা আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তার কী হাল। নাকি সেটাও ভুল বোঝাবুলি ভিত্রেই আছে। এর আগে মায়নমার আমাদের বিডিআর জওয়ান মাইরা ফালাইছিলো। সেই সময়ও আমরা বুল বুঝাবুঝির ভিত্রে আটকে ছিলাম। হুমমম। বিজিবি এতটা দূর্বল ক্যামনে অইলো বুঝলাম না। তারা মায়ানমারের কাউরে ধইরা আনতে পারে না ক্যারে!
অনলাইন বাংলার খবর---'আজ বুধবার ভোরে বাংলাদেশের সীমান্তে ঢুকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর গুলি চালিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে বিপ্লব নামের বিজিবির জোয়ান গুলিবিদ্ধ ও নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষীরা। এই ঘটনাকে ভুল বোঝাভুঝি বলে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। '
১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫৯
মোরতাজা বলেছেন:
২| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
ক্ষতিগ্রস্থ বলেছেন: জুতাপেটা করেছে, ভাগ্যিস বেইজ্জতি করতে পারে নাই... আলহামদুিল্লাহ!
১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৯
মোরতাজা বলেছেন:
৩| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১১:১২
নীল আকাশ ২০১৪ বলেছেন: বিজিবি আমাদের দেশে ভিজা বিড়াল বলেই বেশি পরিচিত - বিড়ালের চেয়ে বেশি ক্ষমতা এদের নাই। তাই আধাসামরিক বাহিনী হয়ে মিয়ানমারের পুলিশ লেভেলের বাহিনীর হাতে জুতা পিটা খায়। ভাগ্যিস ইজ্জত হারায়নাই।
১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৯
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
আব্দুল জাব্বার বলেছেন: হিজরা গুলোকে দেশের মানুষ মারতে বল তাইলেই হইবে ????????????