নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পথে কেন আসছো?
আসছি।
বাসায় জানে ?
না জানে না।
থাক কই ? উত্তরা। বোন থাকে সাথে। ছোট বোন। ১২ বছর বয়স। স্কুলে পড়ে।
এভাবেই কথা এগুতে থাকে মেয়েটির সাথে। ইন্টার পাস করেছে। প্রেমিকের প্রতারণার শিকার হবার পর এখন শরীর বেচে টাকা ইনকাম করে।
সব যৌনকর্মীর গল্পই প্রায় এক রকম। যেমনটা পুলিশ বলেছিলো--- অপহরণের প্রায় সব ঘটনাই প্রেম ঘটিত। আর যৌনকর্মীর সাথে আলাপে মিলে একই রকম তথ্য। প্রেম ঘটিত, প্রেমিকের প্রতারণার শকিার হয়ে--এ পথে।
নিষিদ্ধ পেশার এ মানুষ নিয়ে আলাপ করা কঠিন। তার চে কঠিন হলো পৃথিবীর সবচেয়ে পুরনো এ পেশায় ঢোকা মেয়েরা ফিরতে পারে না।
...তোমরা দুইটা বোন ঢাকায় থাক। তোমার বোন জানে না?
জানে। ও তো জানেই। ছােট একটা বাসা নিয়ে থাকি। জানবে না।
কিভাবে আসলে এ পেশায়?
এটা আমার পেশা না। মাঝে মধ্যে 'বাসায়' যাই।
একজনের সাথে প্রেম করতাম। সেই নিয়ে এসেছে। তারপর আর ফেরা হয়নি।
ফিরতে চাও?
চুপ করে থাকে মেয়েটি।
বাড়িতে বাবা মা জানে?
জানে হয়ত।
কিছু বলে না!
না, কিছু বলে না। টাকা পয়সা লাগলে দেই। টাকা পেলে কেউ কিছু বলে না।
হুমম।
তোমাকে বিয়ে দিতে চায় না?
--- জানি না।
©somewhere in net ltd.