নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু মহলে আমার কুখ্যাতি ছিল। আমি খ্রাপ কতা কই। আমার মূখ খ্রাপ। কিন্তু আমার আইডল কে? আমি জানি না। তবে আমার গুরু স্থানীয় কায়সার ভাই (উনি এক সময় মানবজমিনের স্পোর্টস এডিটর ছিলেন)। 'চোদনা' ছাড়া উনি খুব কম কতা কইতেন! আমার দোস্ত বুজর্গ অভি (বিশিষ্ট বিসিএস কম্মকত্তা)' বাইনচোত' ছাড়া কতা কইতে পারতো না। এখন পারে কি-না জানি না। আমি কিন্তু এ ধরণের কতা কম কইতাম না।
আমার কতায় একটু রস আছিলো, আদি রস, কামরস। এ ই আপনি যেভাবেই দ্যাখেন না। আমি মানবজমিনের রিপোর্টার ছিলাম বইলা এট্টু বেশি। এটাও এক ধরণের প্রচারণা!
আমার সংবাদ গুরুদের একজন মিলান ফারাবী (মানবজমিনের এক সময়কার চিফ রিপোর্টার) তার কাছে রসময় লেখা শেখা। সম্ভবত সেটা একটা পরিধেয় অন্তর্বাস নিয়ে! ফারাবী ভাই পরে সেটা নিয়ে একটা উপন্যাসও লিখে ফেলেছিলেন। নাম দিয়েছিলেন--- চামেলি হলের কয়েকটি মেয়ে!
সে যাউক গা।
রস আদিরস ও কামরস নিয়ে কতা কওয়ার ব্যাপারে আমাকে যারা অভিযুক্ত করতেন--- তারা এখন সেখান থেকে আমাকে নিষ্কৃতি দিবেন? আশা করি!
কারণ এ নাজায়েজ কিছু না। এমনকি ফর্মাল প্রোগ্রামেও এটা জায়েজ! বুইজ্জনি আমার বন্ধু, ছুডু ভাই, বড় ভ্রাতা এবং ত্রাতারা।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০
মোরতাজা বলেছেন:
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮
মোরতাজা বলেছেন:
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
তূর্য হাসান বলেছেন: কায়সার ভাই এখনও ওই 'চোদনা' তেই আছেন।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮
মোরতাজা বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০
গেম চেঞ্জার বলেছেন: আর কথা নাই? ভালই তো লাগছিল