নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

নয়াপল্টনে বিম্পিকে গণকান্নার অনুমতি দিয়েছে সক্কার বাহাদুর

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

আগামীকল্য ৫ জানুয়ারী নয়াপল্টনে বিম্পিকে গণকান্নার অনুমতি দিয়েছে সক্কার বাহাদুর। অনেকে আবার কইবেন আম্লীগকেও একই শর্ত দিছে পুলিশ প্রশাসন। দু'পক্ষকেই বইলেছে---বইলেছে--- তয় মাইনতে হপে বিম্পিকে কারণ্ হত্যা দিবস পালন কইরতে যাইতেছে তারা। আম্লীগের তো বিজয়-- বিজোয়াল্লাস জায়েজ!

---মিছিল করে সমাবেশে আসা চলবে না। বুক চাপড়াতে চাপড়াতে আসতে হপে! পুলিশের চৌহদ্দির বাইরে যাওয়া গুনাহ। আর উচ্চস্বরে শোক পালন বেদআ'ত। তাই মাইকও নিয়ন্ত্রত থাকপে! সমাবেশ করতে গিয়ে আবার রাস্তা জট লাগানো যাবে না। তাহলে গণতন্ত্র গণ অধিকার লঙ্ঘিত হপে। তাই আসেন বাইসব গণ কান্নায় ঘরে বসেই বুক চাপড়ান আর বলেন-- হে মহান সক্কার বাহাদুর সত্যি গণতন্ত্র বিজয় হয়েছে। হাইরে গেছে মফিজ মানুষকুল!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

আমি আবুলের বাপ বলেছেন: হাইরে গেছে মফিজ মানুষকুল !:#P

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

মোরতাজা বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.