নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ইরানী নারীর গোলাপী ঠোঁট রাঙ্গাতে আম্রিকা ইউরোপীয়ানদের আর বাঁধা থাকলো না

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

ইরানী নারীর গোলাপী ঠোঁট রাঙ্গাতে আম্রিকা ইউরোপীয়ানদের আর বাঁধা থাকলো না ।
এত দিন ইনিয়ে বিষয়ে বহু বই রিপুরট পড়ছিলাম ---ইরানী নারীর কামকাতুরে জীবনে আহমদিনিজাতরা বাঁধা ।
তাই একটা সংস্কার দরকার । সেইটা হয়ে গেলো । এবার শিয়া সুন্নী কল্লা কাটাকাটির ফাঁকে ফুর্তির আয়োজন পশ্চিমে ।।
নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর দিল বিবিসি । খবর বলছে তেল বেচতে পারবে ইরান ।
আর আম্রিকা কি বেচতে পারবে তা বলেনি ।
খবর আছৈ তিনশ বিমান কিনবে ইরান। কিন্তু বিমান বেচা কী এখানে মুখ্য। নিশ্চিতভাবে না।
রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসাবে ধারণা--- বিমান বেচার জন্য ইরানকে বাগে চায়নি আম্রিকা। একটা মোছলমান দুর্গ দখল চেয়েছে। যাদের পাকিস্তানি জমাতের মত কেনা যায় না। এমন একটা দুর্গ। দশকের পর দশক অবরুদ্ধ করেও যাদের দমানো যায়নি সে রকম দুর্গ দখলের পর আম্রিকার জয় করার আর কিছু থাকে না। এখন কেবল কাজ করার। ইরানের দুর্গ ভেঙ্গে নিজেদের মনসতত্ত্ব-ভীতি-রাজনীতির বিস্তারই লক্ষ্য!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.