নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

গরু জবাই বন্ধ করার উপদেশটা ভালো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫

গরু জবাই বন্ধ করার উপদেশটা ভালো। গোশত খাওয়া মােছলমানরা এতে আহত বোধ করছেন। এটা ঠিক না। কিন্তু বঙ্গবাসী গোশত খাওয়া বন্ধ করলে ইনডিয়ারই ক্ষতি। গরু খাওয়া কমাইলে তাদের হাসপাতালে বঙ্গীয় হার্ট আর উচ্চরক্ত চাপের রোগী কমে যাবে। শ্লথ হয়ে যাবে রেমিট্যান্স প্রবাহ। তাই গরু খাওন নিষেধ করবার আগে দাদা আরেক ভাইবা দেখেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ওরা গরু বিক্রি করবে কার কাছে? না খেয়ে তো মারা যাবে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

মোরতাজা বলেছেন: গরুর চামড়া দিয়ে জুতা বানিয়ে পরবে। আমাদের কাছেও বেচবে। দেখেন কি শ্রী লেদারর্স না কিসের বিজ্ঞাপন বঙ্গেও ছাপছে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মুদ্‌দাকির বলেছেন: ওরা কি জানে না যে এই মোছলমান দেশে হিন্দুরা ও গরু খায়?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মোরতাজা বলেছেন: ও ছব গোপন থাক না। বাপু!

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আরও আছে। ওদের গরুগুলো বেচে যে রেমিটেন্স পায় সেটাতো হিসাবে ধরলেন না..!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

মোরতাজা বলেছেন: হুমমম!

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

তট রেখা বলেছেন: গো মাংস খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরতে আরাম।

ঐ তথাকথিত ঐক্য পরিষদ নেতারা কি নগ্ন পদে ছিলেন? না জুতা কেনার সময় চামড়ার ঠিকুজী বের করেন?

আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা কুফুরি। আর এ কুফুরির দাবী জানিয়ে তারা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছেন।
এটা ভারত নয় বাংলাদেশ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

মোরতাজা বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.