নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

তনু\'র খুনীদের চেহারা আলোয় আসুক!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

তনু'র খুনীদের চেহারা আলোয় আসুক!

সর্বাত্মক সহযোগিতার খবর দিয়ে প্রেস রিলিজ দিয়েছে আইএসপিআর! ভালো খবর। মামলার তদন্ত পুলিশের গোয়েন্দা শাখায়। আশায় আছি তনু্'র খুনীদের চেহারা আলোয় আসবে। তাদের কু চেহারায় এক দলা থু দিতে পারবে মানুষ!

তনু হত্যার বিচারের দাবি সোচ্চার গোটা দেশ। মাত্র ক'মাসে কত নারী হত্যার বিচার চেয়েছেন, সবাই। কিন্তু বিচার হয়নি। বিচার চাইতে গিয়ে পুলিশের গুলিতে মরেছে লোক। বিচারহীনতার এ সংস্কৃতি আমাদের কষ্ট দেয়, নষ্ট করে দেয় আমাদের মানবিক-মানসিকতা। আমরা চাই সবাই এগিয়ে আসুন।

বৈশাখি উৎসব, টাঙ্গাইল, কুমিল্লায় , নীলফামারিতে--- ধর্ষণ-ধর্ষণ চেষ্টা-হত্যা চলছে। এ সব থেকে মুক্তির উপায় আছে। প্রতিবাদ; রাষ্ট্রকে বিচারে বাধ্য করা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪

বিজন রয় বলেছেন: সেই আশাই করি।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

মোরতাজা বলেছেন: :)

২| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

সজীব৬১৪ বলেছেন: দেশে আইনের শাসন কায়েম না হলে, এরকম অনাচার চলতেই থাকবে। ক্ষমতায় যে আসুক না কেন। সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

মোরতাজা বলেছেন: সহমত ।।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: জি ভাই, রাষ্ট্রকে বিচারে বাধ্য করা
আমাদের স্বার্থেই

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

মোরতাজা বলেছেন: হুমমম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.