নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তনু হত্যাকাণ্ড তদন্তে সবধরণের সহায়তার সংবাদ দিয়ে ২৫ মার্চ বিজ্ঞপ্তি দিয়েছিল আইএসপিআর। এনটিভিতে এটা দেখার পর ২৮ মার্চ বাংলা ট্রিবিউন তনু'র বড়ভাই নাজমুল হোসেনকে উদ্ধৃত করে খবর দিলো--- 'আমাদের এখন ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে আসা হয়েছে। আমরা এখন চাইলেই বাইরে যেতে পারি না। আজ (সোমবার) বাইরে যেতে পারিনি। যা কিছু আপনাদের সঙ্গে বলতে পারছি তাও চুপে-চাপে।’
২৯ মার্চের খবর পুলিশ বলছে---আন্দোলন লাগবে না। হত্যাকারী ধরা তাদের নৈতিক দায়িত্ব। ৩০ মার্চের খবর লাশও তোলা হয়েছে।
এখন প্রশ্ন হলো---সবাই সবার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার পরেও কেন তনু হত্যার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না! নাকি করা হচ্ছে না! অপেক্ষা কি জজ মিয়া নাটক কিম্বা 'বিচার হবেই'এর মধ্যে আটকে যাচ্ছে তনু খুন!
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
মোরতাজা বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮
বিজন রয় বলেছেন: তাই মনে হচ্ছে।