নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তনুর বাবা কন্যা হত্যার বিচারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বলে গতরাতে টিভি টিকারে দেখলাম । আশা করি মাননীয় প্রধানমন্ত্রী স্বজনহারানোর ব্যথা উপলব্ধি করে দ্রুত দোষীদের বিচার করার ব্যবস্থা করবেন ।
দল হিসাবে আওয়ামী লীগ পুলিশের হাত খুন হওয়া ইয়াসমীন হত্যার প্রতিবাদ জানিয়ে, সফল হয়েছে। আশা করছি তনু হত্যার বিচারেও আওয়ামী লীগ সফল হবে ।
যদিও তাদের আমলে বহু নারী ধর্ষিতা এবং খুনের শিকার হয়েছেন । তাদের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কিছু হয়নি । আর যৌন হয়রানিকে তারা এখন 'দুষ্টুমি ' মনে করছেন । আশা করি খুনকে তারা এত 'রসে' নামাবেন না ।
জীবনের দাম অমুল্য । একটা জীবন কেডে নেবার পর তা ফেরত দেয়া যায় না । তাই হারানো জীবন ফেরত না আসুক , সামনে যেন আর কারো জীবন না যায়, সে ব্যবস্থা করতে হবে ! এখনই!
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯
মোরতাজা বলেছেন:
২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০০
সোজোন বাদিয়া বলেছেন: ভাই কোটি টাকার প্রশ্নটা হলো কী করবেন, কীভাবে করবেন?
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
মোরতাজা বলেছেন: হুমমম!
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩
বিজন রয় বলেছেন: হা হা হা কাদেরকে কি বলছেন?