নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁশখালীতে পুলিশ ও সীমান্তরক্ষী মিলে কতজন মানুষকে খুন করেছে এটার নিশ্চিত হিসাব এখনো মিলেনি।
বিবিসির খবরই যদি আমরা সত্য ধরি, তাহলে ৪ জন মারা গেছে। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে নিহতের সংখ্যা ১০ পেরিয়ে গেছে।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বানানো নিয়ে এ সঙ্ঘাতের খবর দিচ্ছে গণমাধ্যম। সেখানে বিদ্যুৎ কেন্দ্র বানালে লবণ ও চিংড়ি শিল্প ক্ষতিগ্রস্থ হবে বলে গ্রামবাসীর একাংশ বিপক্ষে অবস্থান নিলে, এ নিয়ে সপ্তাহখানেকের উত্তেজনা সঙ্ঘাতে রূপ নিলে গুলি করে মানুষ খুনের ঘটনা ঘটেছে।
--- মানুষ খুন করার পর এবার গ্রামের মানুষকে গেপ্তারে নেমেছে পুলিশ। বিবিসির খবরে আজকে বলা হচ্ছে,'রাতভর গ্রেপ্তার আতংকে গন্ডামারা ইউনিয়নের ঐ গ্রামটি পুরোপুরি পুরুষশূণ্য হয়ে পড়েছে। '
ভাবছি, আর ভাবছি--- মানুষ, মানবজীবন নিয়ে এ রকম তামাশা আদিম জামানায়ও হতো কিনা সন্দেহ!
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
মোরতাজা বলেছেন:
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
বন্দি কন্ঠস্বর বলেছেন: 'আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরীব-দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে'।বঙ্গবন্ধু।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
মোরতাজা বলেছেন:
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
মামুন টুম্পা বলেছেন: সঠিক কথা
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
মোরতাজা বলেছেন: হুমমমম।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২
বিপরীত বাক বলেছেন: এইসব হলো অতিরিক্ত মুনাফা র জন্য এদেশের মানুষের স্বভাবজাত কাঙালিপনা।
যেই দেখছে সরকারি প্রকল্প অমনি জমির বর্তমান মুল্যের চেয়ে দশ-বিশ গুণ বেশি মূল্য পাওয়ার ধান্দা।
সরকারি প্রকল্পের জন্যে ভুমি অধিগ্রহণের সবকটা কেেস এটা একটা কমন ঘটনা।
লোভী জাতি। তাই তো এদের ঘাড়ে এরকম লোলুপ শাসনদন্ড।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬
মোরতাজা বলেছেন: তাই বলে লোলুপ জাতিকে খুন করা ওয়াজিব!- আপনি কি ভাই তাই কইতে চান! যদি কন, একমত হতে পরলাম না।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১
রোষানল বলেছেন: তনুর মামলা হজম।টাকা পাচারের কেলেংকারি ঢাকতে মাঠ গরম করার নতুন এটা আরেকটা হাতিয়ার মাত্র।
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৬
মোরতাজা বলেছেন: হতে পারে!
৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: নতুন আরেকটা হতেও পারে
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯
মোরতাজা বলেছেন: হুমমম!
৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: তাতে ত সোনার বাংলা ত উন্নত হচ্ছে...সাথে মানুষ গুলা ও!
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০
মোরতাজা বলেছেন:
৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
লা-তাহ্যান বলেছেন: আদিম জামানায় হত না,কিন্তু এই জামানায় হয়।
০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মোরতাজা বলেছেন:
৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: খুব খারাপ।
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫
মোরতাজা বলেছেন: হুমমম!
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
তাজুল ইসলাম নাজিম বলেছেন: এটা নব্য যোগ! যার নাম "ছেড়ে দে মা লুটেপুটে খাই "