নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

কেউ বাঁচতে পারবো না। সবতেরে মরতে হবে।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

নিচের খবরাংশের ওপর এ মন্তব্য: অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই মুখ বন্ধ। চোখ বন্ধ। কান বন্ধ। আফনে বাঁচলে বাপের নাম। বাট কেউ বাঁচতে পারবো না। সবতেরে মরতে হবে।

'কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কামদাপ্রসাদ সাহা বিবিসিকে জানিয়েছেন, প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি এবং কেন তনু মারা গেছে এ বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা।
মি: সাহা বলেন যে তদন্তকারী কর্মকর্তা বলেছেন কিভাবে মৃত্যু হয়েছে সেটার কোনও আলামত তিনি পাননি।
"মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উনি উদঘাটন করতে পারেননি এটাই রয়েছে প্রতিবেদনে। হতেই পারে। সারা পৃথিবীতে এমন হয়"।
"ফরেনসিক মেডিকেলের ভাষায় এটাকে আমরা ‘নেগেটিভ অটোপসি’ বলি। ২-৫% ক্ষেত্রে মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়না"-বলেন কামদাপ্রসাদ সাহা।'

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ডাক্তারগুলার জীবিত ময়নাতদন্ত হোক আগে

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

মোরতাজা বলেছেন: হুমমমমম!

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: এটাই বাংলাদেশ। সব সম্ভব।

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

মোরতাজা বলেছেন: হুমমম!

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

লা-তাহ্‌যান বলেছেন: কিছু দিন পর শোনা যাবে তনুকে ভূতে মেরেছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মোরতাজা বলেছেন: অসম্ভব কিছু না! বলতেও পারে!

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: মরতেই হবে।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

মোরতাজা বলেছেন: কথা কিন্তু শইত্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.