নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

ধর্মের নাম করে মানুষ খুন করা লোকেরা কি ধার্মিক! অবশ্যই না।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৯

যে কোনো বিচারেই হত্যা খুন, অপরাধ সমর্থনযোগ্য হতে পারে না। ইসলাম ধর্মে খুন কঠিন পাপ । যারা ধর্মের নাম করে মানুষ খুন করছেন, তারা কি ধার্মিক! অবশ্যই না। ধর্মের নামে অধর্ম চর্চা কমিয়ে আনতে ধর্ম বিদ্বেষি মনোভাব ত্যাগ করা যেমন জরুরী তেমনি ধর্মাচারকে চাপিয়ে দেয়ার চেষ্টা থেকে সরে আসাটাও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

নুসরাত ইকবাল বলেছেন: শুধু ইসলাম কেন কোন ধর্মই অযথা মানুষ হত্যা সমর্থন করেনা। তাই যারা এসব করে তারা অবশ্যই ধার্মিক নয়। তারা ধর্ম বিশ্বসই করেনা। বরং তারা ধর্মকে বিতর্কিত করে সেখান থেকে ও কোন ফায়দা লুটার চেষ্টা করে। আর আংগুলটা ঘুরিয়ে দেয় অন্যের দিকে। আংগুল তুলে দেয় ইসলামের দিকে। তাদের উদ্দেশ্য ইসলামকে ছোট করা। আসলে তাদের কোন ধর্মই নেই।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

মোরতাজা বলেছেন: সহমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.