নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পপ গুরু আজম খান ছাড়া পপ জগতের ৫ বছর কেটে যাচ্ছে আজ ৫ জুন। আজো কানে বাজে তার--'ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুলবানু '। অদ্ভূত আবেগে, উচ্ছ্বাসে ভেসে যাওয়া একটা মধ্য দুপুর চেয়েছি, কনসার্টের সন্ধ্যা। তাঁর কণ্ঠের দরদে ভেসে যেতে চেয়েছি আরো কতগুলো বছর। তাঁর গানে গানে খুঁজতে চেয়েছি প্রিয় সন্তানকে...' আলাল কই, দুলাল কই'। এখন সব কিছুর উর্ধে পপ গুরু। ২০১১ সালের এ দিনেই আমরা তাঁকে হারিয়েছি।
২১ বছর বয়সে তার যুদ্ধে গেছেন আজম খান। ছিনিয়ে এনেছেন স্বাধীনতা। বাংলাদেশের পপ সঙ্গীতের ধারাকে করেছেন প্রাণবন্ত। এগিয়ে নিয়েছেন , ধীরে ধীরে। যেখানে মানুষ এ ধরণের গানের সাথে পরিচিত নন, তাদের এর সাথে পরিচিত করার যে চেষ্টা তিনি করেছেন, তার হাত ধরে এখন দেশে পপ ধারা সবচেয়ে বেশি জনপ্রিয় সঙ্গীত মাধ্যম।
এখন যারা গাইছেন, আয় করছেন পপ গান করে, তারা আজম খানের কথা ভুলে আছেন, হয়ত তাঁকে মনে রাখার দরকারো মনে করছেন না। তবুও আজম খান বেঁচে থাকবেন, শ্রোতাদের অন্তরে। গুরু সালাম। তোমার গান বেঁচে থাকবে , তুমি তোমার গানের মতই শ্রোতাদের অন্তরে ঠাঁই নিয়েছো।
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯
মোরতাজা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৪৮
মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: গুরু তোমায় মনে পড়ে ............।
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪
মোরতাজা বলেছেন:
৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫২
তারেক ভূঁঞা বলেছেন: শ্রদ্ধা রইলো পপ গুরুর প্রতি ......
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪
মোরতাজা বলেছেন: ধন্যবাদ।
৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:২৬
টুথব্রাস বলেছেন:
বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।
একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধারাই বদলে দিয়েছে।
সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগালি শুরু করে দিয়েছে।
প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৫
মোরতাজা বলেছেন: এখানে এ কমেন্টের কোনো কারণ দেখছি না!
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৪২
বিজন রয় বলেছেন: হায় হায়! একদম ভুলে গিয়েছিলাম।
আপনাকে ধন্যবাদ ।
শ্রদ্ধাঞ্জলি রইল।