নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা আসলেই লোক খ্রাপ। মাগনা বিজ্ঞাপন ছাপায়া রাখছে! আমগো ভাল্লাগে না। আমরা মাগনা ট্রানজিট দিছি। অনেকেই তো উসখুস করছেন! এখন উন্রা আমগো আর্মি নিয়োগের বিজ্ঞপ্তি মাগনা তাগো রাষ্ট্রীয় পোর্টালে স্থান দিছে, ভাল্লাগছে না।
সুক্খে থাকলে ভূত্তে কিলায়!!
তা শেষ পর্যন্ত বাঙালদের ফেসবুক পুস্ট বড় ভাইদের নজরে পড়ার পর, তুইল্লা নিচে লিঙ্ক, যাহ, তগো রে কিচ্ছু দিমু না।
হা রাম, হা বাঙাল!
নোট: জ্ঞানতাপস রাজ্জাক স্যার গান্ধী মারা যাবার পর অস্ফুট আবাজে কৈছিলেন, 'হা রাম'। সরদার ফজলুল করিম এ তথ্য তুইল্লা ধইরা কৈছেন, রাজ্জাক স্যার এর মাধ্যমে তার শোক প্রকাশ করেছেন। শব্দখানা ওখান থেকে ধার করা।
খব্বরের লিঙ্ক--- Click This Link
২০ শে জুন, ২০১৬ রাত ৯:২৩
মোরতাজা বলেছেন: সে কি এটা কি বলছেন!!!
২| ২০ শে জুন, ২০১৬ রাত ১০:১০
দিস ইজ ইব্রাহিম বলেছেন: ha
২১ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৯
মোরতাজা বলেছেন: হা রাম !
৩| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪২
বাংলার জামিনদার বলেছেন: মিথ্যা নিউজ শেয়ার করেন কেনো??? মিথ্যাবাদী জাহান্নামী।
২২ শে জুন, ২০১৬ রাত ৮:১৫
মোরতাজা বলেছেন: ভাই জান্নাতী, প্লিজ সী দ্যা লিঙ্ক --- Click This Link
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৬ রাত ৮:৩০
দিস ইজ ইব্রাহিম বলেছেন: দেশটা রসাতলে যাচ্ছে